বলিউড

প্রায় এক বছর পর দেশে ফিরলেন সোনম, বাবাকে দেখে কান্নায় ভেঙে পড়লেন

মুম্বাই, ১৫ জুলাই – অনিল কাপুরের আদরের মেয়ে সোনম। নানা সময়ে বাবা-মেয়ের রসায়ন ওঠে এসেছে সংবাদমাধ্যমে। এবার প্রায় এক বছর পর তাদের দেখা। স্বভাবতই বিমানবন্দরে দেখা হতেই আবেগে আপ্লুত হয়ে পড়েন বলিউডের দুই তারকা।

স্থানীয় সংবাদমাধ্যম জানায়, মঙ্গলবার লন্ডন থেকে দেশে ফিরলেন সোনম কাপুর আহুজা। মেয়েকে আনতে বিমানবন্দরে হাজির হন অনিল। এত দিন পর বাবাকে দেখে আবেগপ্রবণ হয়ে পড়লেন সোনম। অনিলকে জড়িয়ে সকলের সামনেই কান্নায় ভেঙে পড়লেন।

গত বছর করোনার লকডাউনের ফাঁকে স্বামী আনন্দ আহুজার সঙ্গে লন্ডন যান সোনম। এত দিন অনলাইনে যোগাযোগ হলেও প্রিয়জনদের সামনে থেকে দেখার বা স্পর্শ করার খামতি তো থাকেই। তাই বাবাকে দেখে আবেগ ধরে ধরে রাখতে পারলেন না ‘নিরজা’ অভিনেত্রী।

এ দিকে সোনম দেশে ফিরতেই মন খারাপ স্বামী আনন্দের। স্ত্রীর একটি ছবি ইনস্টাগ্রাম স্টোরিতে পোস্ট করে লেখেন, ‘তোমার কথা মনে পড়ছে।’ অন্যদিকে সোনম লেখেন, ‘আমারও মনে পড়ছে তোমার কথা।’

২০১৯ সালে ‘দ্য জোয়া ফ্যাক্টর’ শেষবার দেখা যায় সোনমকে। গত বছরে নেটফ্লিক্সের ‘একে ভার্সেস একে’ ছবিতেও ছোট ভূমিকায় হাজির হন। শিগগিরই দেখা যাবে ‘ব্লাইন্ড’ শিরোনামের ছবিতে।

এম এউ, ১৫ জুলাই

Back to top button