বলিউড

এবার প্রযোজনায় নামলেন কঙ্গনা

মুম্বাই, ১৫ জুলাই – এবার প্রযোজক হিসেবে ওটিটি প্ল্যাটফর্মে অভিষেক হতে যাচ্ছে বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাউতের। ছবির নাম ‘টিকু ওয়েডস সেরু’। ছবিতে মুখ্যচরিত্রে অভিনয় করতে দেখা যাবে বলিউডের জনপ্রিয় অভিনেতা নওয়াজউদ্দিন সিদ্দিকিকে।

এর আগে ২০১৯ সালে মুক্তি পাওয়া জাতীয় পুরষ্কারপ্রাপ্ত ছবি ‘মণিকর্ণিকা: দ্য কুইন অব ঝাঁসি’ সহ-পরিচালক হিসেবে আত্মপ্রকাশ হয়েছিল সুন্দরী এ অভিনেত্রীর।

মঙ্গলবার তার এই প্রজেক্টের ঘোষণা দেন কঙ্গনা। নিজের ইনস্টা প্রোফাইলে ছবিটি নিয়ে পোস্ট শেয়ার করে গুণী এ অভিনেত্রী জানান, তার নতুন এ ছবিতে নওয়াজউদ্দিন অভিনয় করবেন।

এ ছবির মাধ্যমে প্রথমবার একসঙ্গে কাজ করবেন কঙ্গনা ও নওয়াজ। তবে বলিউড কুইন নিজে সত্যিই এ ছবিতে অভিনয় করবেন কি-না, সেটা এখনও নিশ্চতভাবে জানা যায়নি।

এই মুহূর্তে কঙ্গনা বেশ কয়েকটি ছবিতে অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ আছেন। ‘তেজস’, ‘থালাইভি’, ‘ধক্কর’ ছাড়াও রয়েছে সাই কবির পরিচালিত পলিটিক্যাল ড্রামা। যেখানে ইন্দিরা গান্ধীর চরিত্রে অভিনয় করবেন তিনি।

এন এইচ, ১৫ জুলাই

Back to top button