ময়মনসিংহ

ময়মনসিংহ মেডিকেলে একদিনে আরও ১৯ জনের মৃত্যু

ময়মনসিংহ, ১৫ জুলাই- ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় আরও ১৯ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে ৮ জন করোনা শনাক্ত হয়ে এবং ১১ জন উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

বৃহস্পতিবার সকালে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের ফোকাল পার্সন ডা. মহিউদ্দিন খান মুন এ তথ্য জানান।

তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় বুধবার সকাল ৮টা থেকে বৃহস্পতিবার সকাল ৮ টা পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন নেত্রকোনার সতপাইয়ের নবনিতা সরকার (২৮), সদরের সাহেদ আলী (৫০), নীলা রজক (৫০), টাঙ্গাইলের গোপালপুরের সাহেরা বেগম (৬৮), রিনা রানী ( ৫২), ময়মনসিংহ সদরের শামসুদ্দিন ( ৯৬) ও গাজীপুরের শাহিদা সুলতানা (৫১), হাবিবুর রহমান (৬১)।

গত ২৪ ঘন্টায় উপসর্গ নিয়ে মারা যান নেত্রকোনার মোহনগঞ্জের কামাল মিয়া (৫০), কেন্দুয়ার চান মিয়া (৮০), সদরের আব্দুল লতিফ (৭৫), শিউলি আক্তার (৪৫), ময়মনসিংহের ত্রিশালের মফিজ উদ্দিন (৮০), সদরের রফিকুল ইমলাম (৬৫), নূর জাহান (৬৫), নান্দাইলের আলাউদ্দিন (৭০), মুক্তাগাছার চান মিয়া (৬৫), শেরপুরের আবদুল মজিদ (৬০ ও জামালপুরের এলাহি বক্স (৬০)।

ডা. মহিউদ্দিন খান মুন জানান, করোনা ইউনিটে বর্তমানে সর্বাধিক ৪৮০ জন রোগী  ভর্তি আছেন। এর মধ্যে আইসিইউতে আছেন ২১ জন রোগী। নতুন ভর্তি হয়েছেন ৯৮ জন, সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৪৩ জন।

এ দিকে ময়মনসিংহ জেলায় গত ২৪ ঘণ্টায় ৯২০টি নমুনা পরীক্ষা করে ২৬৩ জনের শরীরে করোনার উপস্থিতি পাওয়া গেছে। শনাক্তের হার ২৮ দশমিক ৫৮ শতাংশ বলে জানিয়েছেন সিভিল সার্জন ডা. মোহাম্মদ নজরুল ইসলাম।

সূত্রঃ সমকাল

আর আই

Back to top button