শিক্ষা

বিশ্ববিদ্যালয়ের বাসে বাড়ি ফিরবেন ইবি শিক্ষার্থীরা

কুষ্টিয়া, ১৫ জুলাই- অবশেষে নিজস্ব বাসে করেই বাড়ি ফিরছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আটকে পড়া ৬৬৪ শিক্ষার্থী। এসব শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ের বাসে বিভাগীয় শহর পর্যন্ত পৌঁছানোর সিদ্ধান্ত নেয়া হয়েছে।

বুধবার (১৪ জুলাই) রাতে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক জাহাঙ্গীর হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, আগামী দুই-তিনদিনে বিভিন্ন রুটে বাস পরিচালনা করা হবে।

অধ্যাপক জাহাঙ্গীর হোসেন বলেন, আবেদন করা ৭৪৪ জন শিক্ষার্থী থেকে নিকটবর্তী জেলার ৮০ জনকে বাদ দেয়া হবে। বাকি ৬৬৪ জন শিক্ষার্থী পরিবহন সেবা পাবেন। শিক্ষার্থীদের তালিকা অনুযায়ী রুট প্রস্তুতকরণের কাজ চলছে।

বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক মাহবুবুর রহমান বলেন, আমরা আলোচনার মাধ্যমে পাঁচটি রুটে গাড়ি পরিচালনার নীতিগত সিদ্ধান্ত নিয়েছি। বিশ্ববিদ্যালয় থেকে খুলনা, রংপুর, রাজশাহী, ফরিদপুর ও গাবতলী (ঢাকা) বাস ছেড়ে যাবে। আশা করি সব সিদ্ধান্ত চূড়ান্ত করে আগামীকাল ওয়েবসাইটে প্রকাশ করা হবে।

প্রসঙ্গত, গত ৭ জুলাই আটকেপড়া শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ের নিজস্ব পরিবহনে বিভাগীয় শহরে পৌঁছানোর দাবিতে উপাচার্য বরাবর স্মারকলিপি প্রদান করে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র মৈত্রী। এর প্রেক্ষিতে উপাচার্য অধ্যাপক শেখ আবদুস সালাম শিক্ষার্থীদের তালিকার ভিত্তিতে পরিকল্পনার নির্দেশনা দেন। পরে শিক্ষার্থীদের তালিকা তৈরি করতে গত সোমবার (১২ জুলাই) পর্যন্ত গুগল ফরম পূরণের নির্দেশনা দেয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এতে মোট ৭৪৪ জন শিক্ষার্থী আবেদন করেন।

সূত্রঃ জাগো নিউজ

আর আই

Back to top button