জানা-অজানা

পৃথিবীর বুকে সেরা ৭টি “অপার্থিব সুন্দর” স্থান


বলা হয় ইন্টারনেটের কারণে ছোট হয়ে আসছে বিশ্ব। তবুও ভ্রমণের গুরত্ব কমেনি এতটকুও। আর সারা পৃথিবীতেই এমন অসাধারণ সব সুন্দর জায়গা রয়েছে যেগুলোর ছবি দেখলে মনেই হবেনা এগুলো পৃথিবীর কোনো জায়গা, যেন অপার্থিব গল্পের কোনো পটভূমি। । আজকের ফিচারে আমরা সেরকমই কিছু অপার্থিব সুন্দর স্থানের ছবি নিয়ে হাজির হয়েছি। এত সুন্দর আর অপার্থিব এই সৌন্দর্য যে আপনি বিশ্বাসই করতে পারবেন না এত সুন্দর কোনো স্থান পৃথিবীতে আছে!

(১) প্রথম ছবিতে দেখা যাচ্ছে আলাস্কার ম্যান্ডেলহল বরফের গুহা- প্রবল শীতল পরিবেশ যেখানে নিয়ে এসেছে চোখ ধাঁধানো সৌন্দর্য!এ ফিচারের প্রচ্ছদের ছবিটি তারই খন্ডচিত্র।

(২) কালো রঙ কিন্তু সব সময় ভয় কিংবা অন্ধকারাচ্ছন্নতার প্রতীক নয়। জার্মানির অনিন্দ্যসুন্দর ব্ল্যাক ফরেস্টের এক ঝলক…

(৩) এবং চিলিতে মাটির নিচে খনিতে সেলেনাইটের চকচকে ক্রিস্টাল বা স্ফটিক।

(৪) বরফের উপর দিয়ে স্কেটিং করার মজাই আলাদা, তাই নয় কি? ভুল। এটা বলিভিয়ার বিস্তীর্ণ লবণ ভূমি Solar du Uyuni ।


(৫) অদ্ভুত সেই পর্বতগুলোর চূড়া থেকে এক ঝলক। চীনের তিয়ানজি পর্বতমালা।


(৬) কে বলে মাটি থেকে আকাশ ছোঁয়া যায় না? আকাশ ছোঁয়া না গেলেও মেঘকে কিন্তু ঠিকই ছোঁয়া যায়। মাউন্ট রোরাইম, দক্ষিণ আমেরিকা।


(৭) বেশ, রং-তুলির আঁচড়ে ছবি কিন্তু শুধু শিল্পীরাই আঁকেন না। প্রকৃতিও আঁকতে পারে। ঝাংই ড্যানজিয়া ল্যান্ডফর্ম, চীন।

Back to top button