লড়াই করে বিশ্বকাপ থেকে বিদায় গ্র্যান্ডমাস্টার নিয়াজের
সোচি, ১৫ জুলাই- ২০০৭ সালে গ্র্যান্ডমাস্টার এনামুল হোসেন রাজীব বিশ্বকাপের দ্বিতীয় রাউন্ডে খেলেছিলেন। দীর্ঘদিন পর দেশের প্রথম গ্র্যান্ডমাস্টার নিয়াজ মোর্শেদ সেই সম্ভাবনা জাগিয়েও দ্বিতীয় রাউন্ডে উঠতে পারেননি। রাশিয়ার সোচি শহরে চলমান ফিদে বিশ্বকাপ দাবা থেকে অনেকটা লড়াই করে বিদায় নিতে হয়েছে নিয়াজকে।
প্রথম রাউন্ডে প্যারাগুয়ের গ্র্যান্ডমাস্টার ডেলগাডো র্যামিরেজ নিউরিসের সঙ্গে দুই খেলায় ফল ১-১ এ ড্র ছিল। টাইব্রেকিংয়ে একপর্যায়ে হারতে হয়েছে নিয়াজকে।
বুধবার (১৪ জুলাই) দিবাগত রাতের খেলায় টাইব্রেকিংয়ে র্যাপিড দাবার চার গেমে ফলের নিষ্পত্তি হয়নি। সমতা থাকায় ৫ সেকেন্ড করে প্রতি চালের সাথে ৩ সেকেন্ড যোগ হওয়া দু’টি ব্লিটজ গেমে লড়েন দুজনে। সেখানে দুটিতেই হেরে শেষ পর্যন্ত বিদায় নেন নিয়াজ।
এই আসরে এর আগে প্রথম রাউন্ড থেকে বিদায় নিয়েছেন বাংলাদেশের অন্য দুই দাবাড়ু গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমান ও আন্তর্জাতিক মাস্টার শারমিন সুলতানা শিরিন।
সূত্রঃ বাংলা ট্রিবিউন
আর আই