আজ জিম্বাবুয়ে যাচ্ছেন রুবেল-শামীম
ঢাকা, ১৫ জুলাই- সতীর্থরা অনেক আগেই জিম্বাবুয়ে পৌঁছলেও ভিসা জটিলতায় জিম্বাবুয়ে যাওয়া আটকে ছিল রুবেল হোসেন ও শামীম পাটোয়ারীর। অবশেষে ভিসা সমস্যার সমাধান হয়েছে।আজ বৃহস্পতিবার ভোরে জিম্বাবুয়ের উদ্দেশ্যে ঢাকা ছেড়েছেন এই দুই ক্রিকেটার।
জানা গেছে, কাতার এয়ারলাইন্সের একটি ফ্লাইটে চেপে বৃহস্পতিবার ভোরে ঢাকা ছাড়বেন শামীম-রুবেল। কাতারের দোহা ও জোহানসবার্গ হয়ে জিম্বাবুয়ে যাবেন তারা।
হারারে পৌঁছালেও প্রথম ওয়ানডে খেলতে পারবেন না রুবেল। তার আগে তাকে দিতে হবে করোনা টেস্ট। এরপর ফলের জন্য অপেক্ষা। এদিকে আবার অনুশীলন ছাড়াই ১৮ জুলাই অর্থাৎ রোববারের দ্বিতীয় ওয়ানডেতে নিশ্চয়ই তাকে ঝুঁকি নিয়ে নেবে না টিম ম্যানেজমেন্ট।
এর আগে, টি-টোয়েন্টি ও ওয়ানডে খেলার জন্য স্কোয়াডের আর সদস্য জিম্বাবুয়ে যান শুক্রবার। ভোর ৪টায় জিম্বাবুয়ের উদ্দেশে ঢাকা ছাড়েন তারা। দোহা ও জোহানেসবার্গ হয়ে পরদিন সকালে হারারে পৌঁছান আমিনুল ইসলাম বিপ্লব, মাহেদি হাসান, নাসুম আহমেদ ও সৌম্য সরকার।
জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশ দলের প্রথম টি-টোয়েন্টি আগামী ২৩ জুলাই। পরের দুটি ২৫ ও ২৭ জুলাই। তাই শামীমকে নিয়ে কোন শঙ্কা নেই। তার আগেই এ তরুণ করোনা টেস্টের রিপোর্ট পেয়ে যাবেন। নেগেটিভ আসলে অনুশীলনের পর্যাপ্ত সুযোগ পাবেন।