ক্রিকেট

গোড়ালিতে অস্বস্তি অনুভবে মাঠের বাইরে কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান

হারারে, ১৫ জুলাই – জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের আগে বুধবার (১৪ জুলাই) একমাত্র প্রস্তুতি ম্যাচে মাঠে নেমেছে বাংলাদেশ। হারারের তাকাশিঙ্গা স্পোর্টস ক্লাব মাঠে টস জিতে আগে ব্যাট করতে নেমে নির্ধারির ৫০ ওভারে ৬ উইকেট হারিয়ে ২৯৬ রান করে টাইগাররা। জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই ৪ উইকেট হারিয়ে চাপে পরে স্বাগতিকরা।

তবে এই প্রস্তুতি ম্যাচে ৫ বল করেছেন কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান। জিম্বাবুয়ের নির্বাচিত একাদশের বিপক্ষে ইনিংসের প্রথম ওভারে ৫টি বল করার পর আর বোলিংয়ে দেখা যায়নি কাটার মাস্টারকে। তার ওভারের শেষ বলটি করেছেন মোসাদ্দেক হোসেন সৈকত।

হারারে থেকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) মিডিয়া ম্যানেজার রাবিদ ইমাম জানিয়েছেন, ডান পায়ের গোড়ালিতে অস্বস্তি অনুভব করায় বোলিং থেকে সরিয়ে আনা হয় মুস্তাফিজকে। পরে আর ঝুঁকি নিতে চায়নি টিম ম্যানেজমেন্ট। এ রিপোর্ট লেখা পর্যন্ত জিম্বাবুয়ে একাদশের সংগ্রহ ৪০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৮৯ রান।

সূত্র : বাংলাদেশ জার্নাল
এন এইচ, ১৫ জুলাই

Back to top button