ফুটবল

‘মেসি টানা চারটি বিশ্বকাপ জিতলেও ম্যারাডোনার পেছনেই থাকবে’

বহু বছরের আক্ষেপ ঘুচিয়ে আর্জেন্টিনাকে আন্তর্জাতিক ট্রফি জেতালেন লিওনেল মেসি। বিশ্বসেরা হওয়ার দাবি আরও জোরালো করলেন। ব্রাজিলকে হারিয়ে কোপা আমেরিকা জেতার আগেই আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি বলেছিলেন, মেসি সর্বকালের সেরা, এমনকি ডিয়েগো ম্যারাডোনার চেয়েও। কিন্তু আর্জেন্টিনার প্রথম বিশ্বকাপ জয়ের নায়ক মারিও কেম্পেসের মতে, মেসি এখনও পিছিয়ে আছেন।

১৯৭৮ সালে আলবিসেলেস্তেদের বিশ্বকাপ জেতাতে মুখ্য অবদান রাখা কেম্পেসের বক্তব্য অনুযায়ী, ম্যারাডোনাকে কোনোদিন পেছনে ফেলতে পারবেন না মেসি, এমনকি তিনি যদি টানা চারটি বিশ্বকাপ জেতেন তারপরও না।

আর্জেন্টাইন লিজেন্ড কেম্পেস বলেছেন, ‘মেসির জন্য দুর্ভাগ্য যে সে ডিয়েগো ম্যারাডোনার জায়গায় তাকে খেলতে হয়েছে। বিশ্বজুড়ে যে রকম পূজনীয় ডিয়েগো, তাতে তাকে পেছনে ফেলা খুবই কঠিন। যদি (মেসি) ম্যারাডোনার চেয়ে সেরা হতে চায়, তা সে হতে পারবে না, এমনকি সে যদি টানা চারটি বিশ্বকাপও জেতে। এখনও সে বিশ্বকাপ জিততে পারেনি। কতটা (ট্রফি) সে জিতলো বা জিতবে, তা ব্যাপার নয়। ডিয়েগো যা করেছে তার তুলনা কোনোদিনও হবে না।’

সূত্র : রাইজিংবিডি
এম এউ, ১৪ জুলাই

Back to top button