ক্রিকেট

৪৪ নম্বরে থেকে অবসরে মাহমুদউল্লাহ

ঢাকা, ১৪ জুলাই – ১৬ মাস পর টেস্ট দলে ফিরে দারুণ ব্যাটিং করেছেন মাহমুদউল্লাহ। বাংলাদেশকে বিদেশের মাটিতে প্রথম টেস্ট সিরিজ জয়ে ভূমিকা রেখেছেন ইনিংস সেরা পারফরম্যান্সে। আর এই ম্যাচ খেলে সাদা পোশাক একেবারের জন্য তুলে রেখেছেন তিনি। হারারেতে জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট জয়ের পর র‌্যাংকিংয়েও বিরাট উন্নতি হয়েছে মাহমুদউল্লাহর।

বাংলাদেশের ২২০ রানের জয়ে প্রথম ইনিংসে অপরাজিত ১৫০ রান করেন মাহমুদউল্লাহ। এটাই তার জীবনের শেষ টেস্ট। এমন ব্যাটিং করে সদ্য প্রকাশিত ব্যাটসম্যান র‌্যাংকিংয়ে ১৯ ধাপ উন্নতি হয়েছে তার। তালিকায় তার অবস্থান ৪৪তম।

এছাড়া ওই ইনিংসে ৯৫ রান করা লিটন দাস ১৫ ধাপ এগিয়ে ৫৫ নম্বরে। বাংলাদেশের বোলিং তারকা মেহেদী হাসান মিরাজ ১৪৮ রান দিয়ে ম্যাচে নেন ৯ উইকেট। বোলার তালিকায় ৬ ধাপ এগিয়ে তিনি এখন ২৪ নম্বরে।

জিম্বাবুয়ে হেরে গেলেও অধিনায়ক ব্রেন্ডন টেলরের ৮১ ও ৯২ রান তাকে ৭ ধাপ উপরে নিয়ে ২৮ নম্বরে তুলেছে। প্রথম ইনিংসে ৯৪ রান খরচায় ৪ উইকেট নেওয়া ব্লেসিং মুজারাবানি ৪৫ জনের মধ্যে নিজেকে তুলেছেন। ছয় ধাপ উন্নতি হয়েছে তার।

সূত্র : রাইজিংবিডি
এম এউ, ১৪ জুলাই

Back to top button