কুমিল্লায় একদিনে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড
কুমিল্লা, ১৪ জুলাই – করোনাভাইরাসে আক্রান্ত হয়ে কুমিল্লায় গত ২৪ ঘণ্টায় আরও ১৬ জনের মৃত্যু হয়েছে। এক দিনে এটাই জেলায় সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড।
এর আগে গত ১১ জুলাই করোনায় আক্রান্ত হয়ে সর্বোচ্চ ১০ জনের মৃত্যু হয়। এ নিয়ে জেলায় মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৫৬২ জনে। এছাড়া নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন আরও ৪৪৩ জন।
বুধবার (১৪ জুলাই) সন্ধ্যায় জেলা সিভিল সার্জন ডা. মীর মোবারক হোসাইন এসব তথ্য জানিয়েছেন।
সিভিল সার্জন জানান, মৃতদের মধ্যে নগরীর পাঁচজন, কুমিল্লা সদর উপজেলা ও মুরাদনগরে তিনজন করে, লাকসামে দুজন, বুড়িচং, চান্দিনা ও দাউদকান্দি উপজেলায় এক জন করে রয়েছেন।
তিনি জানান, কুমিল্লা মেডিকেল কলেজ (কুমেক) হাসপাতাল ল্যাবে এক হাজার ৮৩ জনের নমুনা পরীক্ষায় ৪৪৩ জনের করোনা শনাক্ত হয়। এ নিয়ে জেলায় আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৮ হাজার ৯৭৩ জনে। আক্রান্তের হার ৪০ দশমিক ৯ শতাংশ। তাদের মধ্যে ১৭৬ জনই কুমিল্লা সিটি করপোরেশন এলাকার। বাকি ২৬৭ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা। এছাড়া গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৮০ জন। এনিয়ে জেলায় করোনার সংক্রমণ থেকে সুস্থ হওয়া ব্যক্তির সংখ্যা দাঁড়ালো ১২ হাজার ৬৬৭ জনে।
ডা. মীর মোবারক হোসাইন বলেন, ‘কুমিল্লায় আশঙ্কাজনক হারে বেড়ে চলছে করোনায় আক্রান্তের সংখ্যা। পাশাপাশি বেড়েছে মৃত্যুর সংখ্যাও। যদি এ মুহুর্তেও মানুষের মাঝে সচেতনতা না বাড়ে, তাহলে পরিস্থিতি আরও ভয়াবহ হবে।’
সূত্র : রাইজিংবিডি
এম এউ, ১৪ জুলাই