ঢাকা
ঢাকায় ২৪ ঘণ্টায় মৃত্যু ৩১, শনাক্ত ৩৪৯৬
ঢাকা, ১৪ জুলাই – বৈশ্বিক করোনা মহামারিতে ঢাকা জেলায় গত ২৪ ঘণ্টায় ৩ হাজার ৪৯৬ জনের করোনা শনাক্ত হয়েছে। এসময়ে মারা গেছেন ৩১ জন।
বুধবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনা বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় ১৩ হাজার ৪৭৬ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এরমধ্যে ৩ হাজার ৪৯৬ জনের করোনা শনাক্ত হয়েছে। মারা গেছেন ৩১ জন।
এর মধ্যে ঢাকা বিভাগে গত ২৪ ঘণ্টায় দ্বিতীয় সর্বোচ্চ ১০ জনের মৃত্যু হয়েছে টাঙ্গাইল জেলায়। আর দ্বিতীয় সর্বোচ্চ ৬ জনের মৃত্যু হয়েছে নারায়ণগঞ্জে।
সূত্র : বাংলাদেশ জার্নাল
এম এউ, ১৪ জুলাই