জাতীয়

স্বাস্থ্যখাতে বরাদ্দের বিশাল অংশই লুটপাট হচ্ছে : জিএম কাদের

ঢাকা, ১৪ জুলাই – দলীয় বিবেচনা না করে করোনাকালে প্রকৃত দরিদ্র পরিবার প্রতি মাসে অন্তত ১০ হাজার টাকা করে সহায়তা দেয়ার আহবান জানিয়েছেন জাতীয় পার্টি (জাপা) চেয়ারম্যান গোলাম মোহাম্মদ (জিএম) কাদের। অভিযোগ করে তিনি আরও বলেন, স্বাস্থ্যখাতে বরাদ্দের বিশাল অংশই লুটপাট হচ্ছে।

বুধবার (১৪ জুলাই) দুপুরে রাজধানীর কাকরাইলে দলের কেন্দ্রীয় কার্যালয়ে হুসেইন মুহম্মদ এরশাদের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে ১০ হাজার মানুষের মাঝে খাবার বিতরণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

জিএম কাদের বলেন, লকডাউন কার্যকর করতে ডিডিপির শতকরা এক ভাগ বিতরণ করলেই হবে। তাহলে করোনাকালে কর্মহীন মানুষ পরিবারসহ ভালো থাকবে। আমরা বারবার বলেছি, লকডাউন দেয়ার আগে অবশ্যই হতদরিদ্র মানুষের খাদ্য, ওষুধ নিশ্চিত করতে হবে। ক্ষুধায় যার ঘরে দুধের শিশু কাঁদবে, সে কখনোই লকডাউন মানবে না। হতদরিদ্র মানুষের জন্য পল্লী রেশনিং ব্যবস্থা চালুর দাবিও জানান জাপা চেয়ারম্যান।

করোনা মোকাবিলায় সরকার ব্যর্থ উল্লেখ করে তিনি বলেন, সারা বিশ্ব যখন ভ্যাকসিন দিয়ে করোনা মোকাবিলা করছে, তখন আমাদের দেশ লকডাউন দিয়ে করোনা মোকাবিলা করতে চাচ্ছে। এটা কখনোই যুক্তিযুক্ত নয়। করোনা পরিস্থিতি দিন দিন ভয়াবহ রূপ নিচ্ছে।

তিনি আরও বলেন, লকডাউন নয়, চিকিৎসা ব্যবস্থা উন্নত করতে হবে। সারা বিশ্ব যখন জিডিপির ৫ থেকে ৬ ভাগ চিকিৎসা ব্যবস্থায় খরচ করে, তখন আমরা মাত্র ১ ভাগ খরচ করছি। স্বাস্থ্য খাতে বরাদ্দের বিশাল অংশই লুটপাট হচ্ছে।

সভায় আরও বক্তব্য রাখেন জাপার সিনিয়র কো-চেয়ারম্যান ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ, মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু, কো-চেয়ারম্যান সৈয়দ আবু হোসেন বাবলা, মুজিবুল হক চুন্নু, প্রেসিডিয়াম সদস্য সাহিদুর রহমান টেপা, মীর আব্দুস সবুর আসুদ প্রমুখ।

তথ্যসূত্র: জাগো নিউজ
এস সি/ ১৪ জুলাই

Back to top button