ক্রিকেট

তামিমের হাফ সেঞ্চুরিতে বাংলাদেশের ২৯৬

হারারে, ১৪ জুলাই – হারারেতে জিম্বাবুয়ে নির্বাচিত একাদশের বিপক্ষে ওয়ানডের প্রস্তুতি ম্যাচে বাংলাদেশ ৬ উইকেটে ২৯৬ রানের চ্যালেঞ্জিং স্কোর করেছে। একমাত্র টেস্টে না থাকা তামিম ইকবাল করেছেন হাফ সেঞ্চুরি। সাকিব আল হাসান, মোহাম্মদ মিথুন, মোসাদ্দেক হোসেনের ব্যাটও হেসেছে।

হাইফিল্ডের তাকাশিঙ্গা স্পোর্টস ক্লাবে টস জিতে ব্যাট করতে নামে বাংলাদেশ। মোহাম্মদ নাঈমের সঙ্গে তামিমের ৮৭ রানের জুটিতে দারুণ শুরু করে তারা। নাঈমকে ২৫ রানে বিদায় করে এই জুটি ভাঙেন চিভাঙ্গা। সাকিবের সঙ্গে বড় জুটি গড়তে পারেননি তামিম। ৬২ বলে ১১ চার ও ১ ছয়ে ৬৬ রানের মারকুটে ইনিংস খেলে আউট হন এই ওপেনার।

লিটন দাস ব্যর্থ, ২ রান করেন তিনি। সাকিব ধীরস্থির ইনিংস খেলেন। ৬০ বলে তার ৩৭ রানের ইনিংসে ছিল ১টি চার। মিথুন ৪২ বলে ৫ চার ও ১ ছয়ে ৩৯ রান করে রিটায়ার্ড হয়ে ক্রিজ ছাড়েন। ৩০ বলে ৩৬ রান করে স্বেচ্ছায় অবসর নেন মোসাদ্দেক।

বাংলাদেশের স্কোর তিনশ রানের কাছাকাছি নিয়ে যেতে আফিফ হোসেনের ২৩ বলে ২৮ রান শেষ দিকে বড় ভূমিকা রাখে। মোহাম্মদ সাইফুদ্দিন ১২ ও মেহেদী হাসান মিরাজ ৫ রানে অপরাজিত ছিলেন।

জিম্বাবুয়ে একাদশের পক্ষে দুটি করে উইকেট নেন ফরজ আকরাম, তানাকা চিভাঙ্গা ও ওয়েসলি মাধেভেরে।

সূত্র : রাইজিংবিডি
এন এইচ, ১৪ জুলাই

Back to top button