ত্বকের ৫ সমস্যা, সমাধান ১ টুকরো বরফর!
শুধু পানীয় ঠান্ডা করাই নয়, একটুকরো বরফ আপনার ক্লান্ত ত্বকে ফিরিয়ে আনতে পারে উজ্জ্বলতা। চোখের তলার ফোলা ভাব কমানো হোক, অথবা ক্লান্ত ত্বকে চোখের পলকে জেল্লা ফিরিয়ে আনা, মেকআপ বসানো কিংবা রোদে পোড়া ত্বকের আরামের ছোঁয়া, এক টুকরো বরফ হয়ে উঠুক আপনার মুশকিল আসান।
১. চোখের তলায় ফোলা ভাব কমাতে একটুকরো বরফ ৫-১০ মিনিট চোখের তলায় চেপে রাখুন।
২. ব্রণ কমাতেও নিয়মিত ব্যবহার করতে পারেন বরফ। ব্রণর ঠিক উপরে বরফের টুকরো চেপে ধরে রাখুন। এতে একদিকে যেমন ব্রণর ব্যথা কমে, তেমনই কমে ফোলা ভাব।
৩. সুতির পাতলা কাপড়ে কয়েক টুকরো বরফ মুড়ে ত্বকের উপরে ২-৩ মিনিট মাসাজ করুন। এতে রক্ত চলাচল বাড়ে এবং ত্বকের ফিরে আসে জেল্লা।
৪. ফেশিয়াল থ্রেডিং বা আইব্রাও থ্রেডিংয়ের পর অনেকেরই সেই অংশ লাল হয়ে ফুলে যায়, জ্বালা করে। এর সমাধানেও বরফ দারুণ।
আরও পড়ুন- যেসব খাবার খেলে দূর হয় অবসাদ
৫. রোদে পুড়ে ত্বকের যে ক্ষতি হয়, তার থেকে বাঁচতে রোজ বাড়ি ফিরে মুখ ভালো করে পরিষ্কার করে, বরফ মাসাজ করুন।
আডি/ ২১ অক্টোবর