বরগুনা

বরগুনায় ২৪ ঘন্টায় মৃত্যু ৩, শনাক্ত ৬৬

বরগুনা, ১৪ জুলাই- বরগুনায় প্রতিদিন করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে যাচ্ছে। প্রশাসন যতো কঠোর হচ্ছে, সাধারন মানুষ যেন স্বাস্থ্যবিধি ততটাই উপেক্ষা করছে। এদিকে ঈদুল আযহা গরুর হাটে সামাজিক দূরত্ব বা স্বাস্থ্যবিধি মানা হচ্ছে না। প্রশাসনিক কোন তৎপরতা খেয়াঘাট বা গরুর হাটে লক্ষ করা যাচ্ছে না। গ্রামের হাট-বাজারে চা’য়ের দোকানে আড্ডা চলছে নিয়মিত।

এ নিয়ে জেলায় গত ২৪ ঘন্টায় করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন ৩ জন। এ নিয়ে জেলায় মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫২ জনে। এছাড়াও এই সময়ে নতুন শনাক্ত হয়েছেন ৬৬ জন। এ নিয়ে মোট শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ৮৫ জনে। এদের মধ্যে চিকিৎসাধীন আছেন ৬৫৩ জন।

বরগুনা জেনারেল হাসপাতালে ৪২ জন চিকিৎসকের বিপরীতে আছেন ৬ জন!যারা সকলেই করোনা ইউনিটে ব্যাস্ত থাকায় সাধারন রুগীরা বঞ্চিত হচ্ছে চিকিৎসা সেবা থেকে।

সূত্রঃ বিডি২৪লাইভ

আর আই

Back to top button