যে কোনো সময় মুক্তি পাবে ‘শান’
ঢাকা, ১৪ জুলাই – সিয়াম আহমেদ-পূজা চেরি সময়ের আলোচিত জুটি। দুজনকে আবারো পর্দায় দেখা যাবে ‘শান’ সিনেমায়। এম এ রাহিম পরিচালিত সিনেমাটি গত বছর রোজার ঈদে মুক্তি দেয়ার পরিকল্পনা করেছিল প্রযোজনা প্রতিষ্ঠান। কিন্তু করোনাসৃষ্ট মহামারির কারণে সম্ভব হয়নি। এদিকে সময় চলে যাচ্ছে। আটকে আছে লগ্নিকৃত অর্থ। যে কারণে কোনো উপলক্ষ্য ধরে নয়, বছরের যে কোনো সময় সিনেমাটি মুক্তির পরিকল্পনা করেছেন তারা।
প্রযোজক আজাদ খান বলেন, ‘ঈদ ছাড়া এই সিনেমার বিনিয়োগ উঠে আসবে না। দুই বছর ধরে অপেক্ষা করলাম। এখন মনে হচ্ছে সিনেমাটি নিয়ে আর নির্দিষ্ট গন্তব্যে থাকতে পারছি না। অনেক সময় পেরিয়ে গেছে। আর কত দিন এত বড় বিনিয়োগ আটকে রাখব? এখন ভাবছি অবস্থা স্বাভাবিক হলে বছরের যে কোনো সময় সিনেমাটি মুক্তি দেব।’
বাস্তব ঘটনা অবলম্বনে গড়ে উঠেছে সিনেমাটির কাহিনি। একজন পুলিশ অফিসারের জীবনের ঘটনা অবলম্বনে ‘শান’-এর গল্প এগিয়ে গেছে। চিত্রনাট্য রচনা করেছেন নাজিম উদ দৌলা। কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন সিয়াম আহমেদ, তাসকিন ও পূজা চেরি। এছাড়াও অভিনয় করেছেন চম্পা এবং অরুণা বিশ্বাস।
এন এইচ, ১৪ জুলাই