পিতা-মাতার পর চলে গেল শিশুকন্যাটিও
ঢাকা, ১৪ জুলাই – ঢাকার কামরাঙ্গীচরে অটোরিকশার ব্যাটারি চার্জ দিতে গিয়ে বিস্ফোরণে দগ্ধ দম্পতির মৃত্যুর তিন দিন পর তাদের শিশুকন্যা আয়েশাও চলে গেল।
বুধবার সকালে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় পাঁচ বছরের আয়েশা।
গত শুক্রবার রাতে এবং শনিবার সকালে ঢাকা মেডিকেলের শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় আব্দুল মতিন (৪০) ও তার স্ত্রী য়াসমিন আক্তার ময়না (৩৫) মারা যান।
শুক্রবার ভোরে সিলেটিবাজার কাজী গলির একটি দোতলা বাড়ির নিচতলায় ওই বিস্ফোরণের ঘটনা ঘটে।
দুর্ঘটনার পর কামরাঙ্গীরচর থানার পরিদর্শক (তদন্ত) মোস্তফা আনোয়ার জানান, মতিন তার অটোরিকশার ব্যাটারি চার্জ করার সময় বিস্ফোরণ ঘটে। এতে নিচতলায় তাদের বাসায় আগুন ধরে যায়।
শুক্রবার রাতে ইয়াসমিন এবং শনিবার সকালে মতিন মারা যান। তাদের শরীরের ৯৫ শতাংশ পুড়ে গিয়েছিল। আর তাদের দুই মেয়ে আয়শা (৫) ও মায়শার (১০) শরীরের ৪২ শতাংশ পুড়ে গিয়েছিল। পরিবারের তিনজনের মৃত্যুর পর এখন কেবল মায়শা হাসপাতালে বেঁচে আছে।
সূত্র: সমকাল
এম ইউ/১৪ জুলাই ২০২১