কিশোরগঞ্জে করোনার উপসর্গ নিয়ে ৩ জনের মৃত্যু,শনাক্ত ১০৬
কিশোরগঞ্জ, ১৪ জুলাই- কিশোরগঞ্জে করোনার উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় তিনজনের মৃত্যু হয়েছে। এ ছাড়া নতুন করে ১০৬ জনের দেহে করোনার সংক্রমণ শনাক্ত হয়েছে।
কিশোরগঞ্জের সিভিল সার্জন ডা. মো. মুজিবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, গত ২৪ ঘণ্টায় জেলায় সুস্থ হয়ে উঠেছেন ৭৮ জন।
সিভিল সার্জন জানান, জেলায় করোনাভাইরাসে আক্রান্ত বর্তমান রোগীর সংখ্যা ২৮ জন বেড়েছে। মঙ্গলবার জেলায় করোনা আক্রান্তের মোট সংখ্যা ছিল ১ হাজার ৩৫৫ জন। জেলায় বর্তমান রোগীর সংখ্যা মোট ১ হাজার ৩৮৩ জন।
তিনি জানান, জেলায় নতুন করোনা শনাক্ত হওয়া মোট ১০৬ জনের মধ্যে কিশোরগঞ্জ সদর উপজেলায় সর্বোচ্চ ১৮ জন শনাক্ত হয়েছে। বাকি ৮৮ জন অন্য ১২টি উপজেলায়।
ডা. মুজিবুর রহমান জানান, নতুন সুস্থ হওয়া ৭৮ জনের মধ্যে কিশোরগঞ্জ সদর উপজেলার সর্বোচ্চ ৫৬ জন। বাকি ২২ জনের মধ্যে কুলিয়ারচর উপজেলার ৪ জন, ভৈরব উপজেলার ১৩ জন এবং বাজিতপুর উপজেলার ৫ জন রয়েছেন।
সিভিল সার্জন জানান, জেলায় এ পর্যন্ত মোট ৭ হাজার ১২৫ জনের দেহে করোনার সংক্রমণ শনাক্ত হয়েছে। এদের মধ্যে ৫ হাজার ৬৩০ জন সুস্থ হয়ে উঠেছেন এবং ১১২ জনের মৃত্যু হয়েছে।