সিলেট

মাত্র ৩৪ বছর বয়সে করোনা আক্রান্ত হয়ে শেষ নিশ্বাস ত্যাগ করলেন অ্যাডভোকেট কানিজ রেহনুমা

সিলেট , ১৪ জুলাই – মাত্র ৩৪ বছর বয়সে অ্যাডভোকেট কানিজ রেহনুমা ভাষার প্রাণ কেড়ে নিলো ভয়ঙ্কর ভাইরাস করোনা। তিনি বুধবার (১৪ জুলাই) ভোরে সিলেট আখালিয়ার মাউন্ট এডোরা হসপিটালে শেষ নিশ্বাস ত্যাগ করেন।

অ্যাডভোকেট কানিজ রেহনুমা ভাষা সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি মরহুম গোলাম রব্বানী এবং সাবেক এমপি ও সুনামগঞ্জের বর্তমান পিপি অ্যাডভোকেট শাহানার মেয়ে।

কানিজ রেহনুমার স্বামী খন্দকার মুদাচ্ছির বিন আলী বড়লেখা উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে কর্মরত। মৃত্যুকালে রেহনুমা সন্তানসম্ভবা ছিলেন বলে জানা গেছে।

তথ্যসূত্র: সিলেট ভিউ ২৪
এস সি/ ১৪ জুলাই

Back to top button