বিজ্ঞান ও প্রযুক্তি

অচিরেই ভারতে চালু হচ্ছে ৫জি

নয়াদিল্লি, ২১ অক্টোবর- অচিরেই ভারতে ৫জি চালু হচ্ছে। এজন্য দেশটির টেলিকম কোম্পানি জিও কোয়ালকমের সঙ্গে একজোট হয়েছে। মুকেশ আম্বানির প্রতিষ্ঠান জিও ভারতে ৫জি নেটওয়ার্ক পরিকাঠামো এবং পরিষেবার উন্নতি দ্রুত করতে কোয়ালকমের সঙ্গে জোট বেঁধেছে।

বাড়ির মধ্যেই প্রযুক্তির উন্নতিতে ওয়ারলেস সার্ভিসের মধ্যে চলে আসবে জিওর ৫জি পরিষেবা। কোম্পানির দাবি নতুন সিস্টেমে স্যুইচ করার জন্য বেশি ব্যয় করতে হবে না গ্রাহকদের।

এই প্রযুক্তি যদি নিজের বাজারে সফলভাবে চালু করতে পারে তবে অন্যান্য কেরিয়ারের কাছে বিক্রি করার আগ্রহ প্রকাশ করেছেন মুকেশ আম্বানি।

সূত্র: ঢাকাটাইমস
আডি/ ২১ অক্টোবর

Back to top button