গাইবান্ধা

গাইবান্ধায় ভুল চিকিৎসায় ২৩ দিনের শিশুর মৃত্যু

গাইবান্ধা, ২১ অক্টোবর- গাইবান্ধায় ভুল চিকিৎসায় ২৩ দিন বয়সের এক শিশুর মৃত্যুর অভিযোগ উঠেছে।

মঙ্গলবার (২০ অক্টোবর) জেলার সুন্দরগঞ্জ উপজেলার বামনডাঙ্গার জামালের হাট গ্রামে এই ঘটনাটি ঘটেছে। শিশুটির পিতা আব্দুর রহিম জানান, তার ২৩ দিন বয়সের কন্যা শিশুকে টিকা দেবার জন্য আজ জামালের হাট ইউনিয়ন পরিষদের স্বাস্থ্যকর্মী লুসি বেগমের কাছে নিয়ে যান।

শিশুটির দাদি বলেন, লুসি বেগম তার নাতনির মুখে প্রথমে পোলিও ওষুধ তুলে দেবার সময় সেটি মাটিতে পড়ে গেলে আবারো সেটি মাটি থেকে তুলে নাতনিকে খাইয়ে দেন। এরপর একটি ইনজেকশন দেবার চেষ্টারত অবস্থায় বলেন এটা হবেনা। এরপর আরো একটি ইনজেকশন দেন। দেয়া সম্পন্ন হলে তারা বাড়িতে ফিরে এসে ঘুমন্ত অবস্থায় নাতনিকে বিছানায় শুইয়ে রাখেন। কিছুক্ষন পর শিশুটিকে দুধ খাওয়ানোর সময় হলে তার মা দেখতে পান শিশুটির মুখ থেকে রক্ত গড়িয়ে পড়ছে।

আরও পড়ুন: ওবায়দুল কাদেরের স্বাক্ষর জালকারী ভাইস চেয়ারম্যান নির্বাচিত

পরে স্থানীয় একজন চিকিৎসকের শরনাপন্ন হলে ওই চিকিৎসক শিশুটির মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করেন।

পরিবারের দাবি, ভুল চিকিৎসা শিশুটির মৃত্যুর কারণ। এই ঘটনায় সুন্দরগঞ্জ থানায় একটি অস্বাভাবিক মৃত্যু মামলা হয়।

সূত্র: নতুন সময়

আর/০৮:১৪/২১ অক্টোবর

Back to top button