করোনায় মৃত্যু বরণ করলেন সাবেক বিচারপতি জহির আহমেদ
ঢাকা, ১৩ জুলাই – করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাবেক বিচারপতি একেএম জহির আহমেদ (৬৮)। মঙ্গলবার ট্রাইব্যুনালের প্রসিকিউটর তাপস কান্তি বল গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
জানা যায়, করোনায় আক্রান্ত হয়ে দীর্ঘদিন ধরে হাসপাতালে চিকিৎসা নিচ্ছিলেন জহির আহমেদ। রোববার শারীরিক পরিস্থিতির অবনতি ঘটলে তাকে সিএমএইচে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার সকাল ৮টায় মারা যান তিনি।
উল্লেখ্য, একাত্তরের মুক্তিযুদ্ধের সময় সংঘটিত হত্যা, গণহত্যাসহ মানবতাবিরোধী অপরাধের বিচারের জন্য ২০১০ সালের ২৫ মার্চ গঠিত হয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। তখন ট্রাইব্যুনালে বিচারক ছিলেন তিনজন। বিচারপতি মো. নিজামুল হকের নেতৃত্বাধীন প্রথম ট্রাইব্যুনালের সদস্য ছিলেন বিচারপতি জহির আহমেদ।সম্প্রতি কয়েকমাসে অলি আস্থাভোটে হেরে গিয়ে দু’বার পার্লামেন্ট ভেঙে দিয়েছিলেন। তার এই পদক্ষেপকে অসাংবিধানিক বলে রায় দিয়েছে আদালত।
তথ্যসূত্র: বাংলাদেশ জার্নাল
এস সি/১৩ জুলাই