দক্ষিণ এশিয়া
নেপালের নতুন প্রধানমন্ত্রী নিয়োগ হলেন শের বাহাদুর দেউবা
কাঠমান্ডু, ১৩ জুলাই – নেপালের নতুন প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ পেয়েছেন শের বাহাদুর দেউবা। তাকে নিয়োগ দিয়েছেন প্রেসিডেন্ট বিদ্যা দেবী ভাণ্ডারি। প্রেসিডেন্টের কার্যালয় একথা জানিয়েছে।
নেপালের সুপ্রিম কোর্ট ভেঙে দেওয়া পার্লামেন্ট পুনর্বহাল করে দেউবাকে প্রধানমন্ত্রী করার নির্দেশ দেওয়ার পর মঙ্গলবার তাকে নিয়োগ দেওয়া হল।
নেপালি কংগ্রেস পার্টির ৭৪ বছর বয়সী নেতা শের বাহাদুর দেউবা এর আগে চারবার প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন। এবার নিয়ে পঞ্চমবার প্রধানমন্ত্রী হলেন তিনি।
সুপ্রিম কোর্ট সোমবার প্রধানমন্ত্রীর পদ থেকে কে পি শর্মা অলিকে সরিয়ে দেউবাকে তার স্থলাভিষিক্ত করার রায় দেয়।
সম্প্রতি কয়েকমাসে অলি আস্থাভোটে হেরে গিয়ে দু’বার পার্লামেন্ট ভেঙে দিয়েছিলেন। তার এই পদক্ষেপকে অসাংবিধানিক বলে রায় দিয়েছে আদালত।
তথ্যসূত্র: বিডি নিউজ ২৪
এস সি/১৩ জুলাই