নেতিবাচক চরিত্রে কাজ করার স্বপ্ন অনেকদিনের,এবার এই স্বপ্নও পূরণ হলো :হাসান মাসুদ
ঢাকা, ১৩ জুলাই – সম্প্রতি জি ফাইভে মুক্তি পেয়েছে মোস্তফা সরয়ার ফারুকীর ওয়েব সিরিজ ‘লেডিস এন্ড জেন্টলম্যান’। এতে দুই রূপে অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেতা হাসান মাসুদ। তার অনবদ্য অভিনয় জয় করেছে দুই বাংলার দর্শকদের হৃদয়। তার ভাষ্য, ‘নেতিবাচক চরিত্রে কাজ করার স্বপ্ন অনেকদিনের। বলা যায়, এমন একটি চরিত্রের জন্য অপেক্ষায় ছিলাম। অবশেষে সেই স্বপ্নটাও পূরণ হলো। “ব্যাচেলর” সিনেমার সুবাদে মোস্তফা সরয়ার ফারুকী আমাকে অভিনয় জগতে এনেছেন। তার মাধ্যমে অভিনয়ের স্বপ্নটা পূরণ হয়েছে। এবারও তার মাধ্যমেই আরও একটি স্বপ্ন পূরণ হলো।’
সঙ্গে যোগ করে তিনি আরও বলেন, ‘সবার এত প্রশংসায় সত্যি আপ্লুত। এটা ভীষণ আনন্দের। মাঝে অভিনয় থেকে চার বছর দূরে ছিলাম। নির্মাতা মুহাম্মদ মোস্তফা কামাল রাজের কাজ দিয়ে কিছুদিন আগেই অভিনয়ে ফিরেছি।’
জানিয়েছিলেন, একঘেঁয়েমি কাজ করার কারণেই বিরতি নিয়েছিলেন। এখন কি সেই বিরক্তি কাটছে? হাসান মাসুদ বলেন, ‘একই টাইপের কাজ করে বিরক্ত ছিলাম। তাই বিরতিতে গিয়েছিলাম। এরপর কাজে ফেরার একটা সুযোগ খুঁজছিলাম। মুহাম্মদ মোস্তফা কামাল রাজ যখন আমাকে প্রথম বললো, বস কাজ করবেন কিনা! কাজ করলে আপনাকে নিয়ে একটা সিরিয়াল বানাই। আমি তখন রাজি হয়ে গেলাম। কাজটি করে তৃপ্তি পেয়েছি। দর্শকদের ভালো সাড়াও পাচ্ছি। আর ফারুকীর এই কাজটার পর তো আরও স্পৃহা বেড়ে গেল।’
এখন কি নিয়ে ব্যস্ত আছেন? জানতে চাইলে তিনি বলেন, ‘আপাতত লকডাউনের কারণে কোনো কাজ করা হচ্ছে না। বেশ কয়েকটা নাটকের সিডিউল দেয়া ছিল। একটি ওটিটি প্লাটফর্ম থেকে সিনেমার প্রস্তাব পেয়েছি। খুব শিগগিরই চুক্তিবদ্ধ হবো।’
এস সি/১৩ জুলাই