শুরু হচ্ছে অপূর্ব-ফারিয়ার সিনেমা
ঢাকা, ২১ অক্টোবর- চার বছর আগে ‘গ্যাংস্টার রিটার্নস’ সিনেমায় দেখা গিয়েছিল এই সময়ের টিভি পর্দার ব্যস্ত ও জনপ্রিয় অভিনেতা অপূর্বকে। এরপর নিজের মনের মতো গল্প ও চরিত্র না পাওয়ায় আর তাকে বড় পর্দায় দেখা যায় নি। অবশেষে চার বছর পর আবারও সিনেমায় হাজির হচ্ছেন এই অভিনেতা। চলতি বছরের শুরুতে ‘যদি… কিন্তু… তবুও’ শিরোনামের এই ছবিটিতে চুক্তিবদ্ধ হলেও করোনার কারণে শুটিং শুরু হয়নি।
তবে আগামী সপ্তাহে অর্থাৎ ২৮ অক্টোবর থেকেই ছবিটির শুটিং শুরু হচ্ছে বলে জানান ছবিটির নির্মাতা শিহাব শাহীন। এরমধ্যে প্রস্তুতি নেওয়া শেষ। তিনি বলেন, এখন কাজ শুরু করার পালা। ঢাকা, কক্সবাজারসহ বিভিন্ন জায়গায় এটির শুটিং হবে। সবকিছু ঠিক থাকলে আসছে ডিসেম্বরে ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফরম জি ফাইভে এটি মুক্তি পেতে পারে।
আরও পড়ুন- দীর্ঘদিন পর শুটিংয়ে ফিরলেন দর্শকপ্রিয় অভিনেতা ফেরদৌস
ছবিটিতে অপূর্বর বিপরীতে রয়েছেন নুসরাত ফারিয়া। অপূর্ব ও নুসরাত ফারিয়া ছাড়া ছবিটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন তারিক আনাম খান, সাফায়েত মনসুর রানা প্রমুখ।
আডি/ ২১ অক্টোবর