চট্টগ্রাম

চট্টগ্রামে করোনায় রেকর্ড ৯৫৫ জন আক্রান্ত , মৃত্যু ১০

চট্টগ্রাম, ১৩ জুলাই- চট্টগ্রামে একদিনে রেকর্ড ৯৫৫ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এই সময়ে মারা গেছেন আরও ১০ জন। সর্বশেষ ২৪ ঘণ্টার ফলাফলে চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি  জানান, চট্টগ্রামে প্রতিদিনই করোনা শনাক্তের রেকর্ড হচ্ছে। এবার গত ২৪ ঘণ্টায় ২ হাজার ৬৪৯ জনের নমুনা পরীক্ষায় সবোর্চ্চ ৯৫৫ জনের করোনা শনাক্ত হয়েছে। পরীক্ষা বিবেচনায় সংক্রমণের হার ৩৬ দশমিক ০৫ শতাংশ। এদিন মারাও গেছেন ১০ জন। তাদের মধ্যে ছয়জন উপজেলার এবং চারজন নগরের বিভিন্ন এলাকার।

তিনি আরও জানান, নতুন আক্রান্তদের মধ্যে ৬৩৬ জন চট্টগ্রাম মহানগর এলাকার এবং ৩১৯ জন বিভিন্ন উপজেলার। উপজেলাগুলোর মধ্যে সবচেয়ে বেশি সংক্রমণ সীতাকুণ্ডে ৫০ জন। এছাড়া হাটহাজারীতে ৩৬ জন, রাউজানে ৩৫ জন ও ফটিকছড়িতে ৩০ জন।

চট্টগ্রামে এ পর্যন্ত করোনায় মারা গেছেন ৭৯০ জন এবং আক্রান্ত হয়েছেন ৬৬ হাজার ৭৮৪ জন।

সূত্রঃ সমকাল

আর আই

Back to top button