নাটক

প্রেম-বিয়ে নিয়ে মুখ খুললেন সারিকা সাবাহ

ঢাকা, ২১ অক্টোবর- ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সারিকা সাবাহ। বিজ্ঞাপনচিত্রের মডেল হিসেবে ক্যারিয়ার শুরু হলেও বর্তমানে নাটক এবং ওয়েবভিত্তিক নানা কাজ নিয়ে ব্যস্ত তিনি। জনপ্রিয়তা পেয়েছেন ‘ফ্যামিলি ক্রাইসিস’ ধারাবাহিকে ঝুমুর চরিত্র দিয়ে।

সম্প্রতি ক্যারিয়ার এবং ব্যক্তিগত নানা প্রসঙ্গে কথা বলেছেন। তার চুম্বক অংশ পাঠকদের জন্য তুলে ধরা হলো-

প্রশ্ন: প্রেম করছেন নিশ্চয়ই?

সারিকা: প্রেম তো আমি অবশ্যই করি, সেটা নাটকে। বাস্তবে আমি প্রেম করি না।

প্রশ্ন: বিয়ে এবং সংসার?

সারিকা: আপাতত বিয়ের জন্য কাউকে পছন্দ করা নেই। এটা আমার পরিবার দেখবে। বিয়ে নিয়ে আমি ভাবছি না।

আডি/ ২১ অক্টোবর

Back to top button