ফরিদপুর

ফরিদপুরে ২৪ ঘন্টায় আরও ১৪ জনের মৃত্যু

ঢাকা, ১৩ জুলাই – ফরিদপুরে গত ২৪ ঘন্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ও উপসর্গ নিয়ে আরও ১৪ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে ৪৭০ টি নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছে ২০৮ জনের। নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৪৪.২৩ শতাংশ।

ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. সাইফুর রহমান জানান, গত ২৪ ঘন্টায় চিকিৎসাধীন অবস্থায় ১৪ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে করোনা আক্রান্ত শনাক্ত হয়ে ৭ জন এবং উপসর্গ নিয়ে আরো ৭ জন মারা যান। এদের মধ্যে ফরিদপুর জেলার চার জন এবং পাশ্ববর্তী জেলার ১০ জন রয়েছেন।

ডা. সাইফুর রহমান আরও জানান, বর্তমানে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজের আইসিইউয়ে চিকিৎসাধীন রয়েছেন ১৫ জন। এছাড়া করোনা সাধারণ ওয়ার্ডে ভর্তি রয়েছেন ৩৮৬ জন।

সূত্র : সমকাল
এন এইচ, ১৩ জুলাই

Back to top button