নেত্রকোনা

নেত্রকোনায় গত ২৪ ঘণ্টায় ১১২ জনের করোনা শনাক্ত, মৃত্যু ৩

নেত্রকোনা, ১৩ জুলাই- নেত্রকোনায় গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ১১২ জন করোনাভাইরাসে আক্রান্ত বলে শনাক্ত হয়েছেন। এছাড়াও একই সময়ে করোনা আক্রান্ত হয়ে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এর মধ্যে দু’জন করোনা ইউনিটে এবং আরেকজন বাড়িতে মারা যান।

আজ মঙ্গলবার স্বাস্থ্য বিভাগ সূত্রে এসব তথ্য জানা গেছে।

জানা যায়, জেলায় গত চব্বিশ ঘণ্টায় ১১২ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে নেত্রকোনা সদরে ৫০ জন, মোহনগঞ্জে ১৯ জন, বারহাট্টায় ২ জন, কেন্দুয়ায় ৭ জন, মদনে ৩ জন, পুর্বধলায় ৪ জন, কলমাকান্দায় ১১ জন, আটপাড়ায় ৮ জন ও দুর্গাপুরে ৮ জন।

উল্লেখ্য, জেলায় এ পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে ৪২ জনের মৃত্যু হয়েছে।

সূত্রঃ বিডি প্রতিদিন

আর আই

Back to top button