চট্টগ্রাম

চট্টগ্রামে ফের করোনা টিকাদান শুরু

চট্টগ্রাম, ১৩ জুলাই – চট্টগ্রাম সিটি করপোরেশনের ১১ কেন্দ্রে ও জেলার ১৪ উপজেলায় করোনা সংক্রমণ রোধে গণটিকা কার্যক্রম শুরু হয়েছে।

মঙ্গলবার (১৩ জুলাই) সকাল থেকে এই কার্যক্রম শুরু হয়।

চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি জানান, তৃতীয় পর্যায়ে কোভিড-১৯ টিকা দান শুরু হয়েছে। চট্টগ্রাম সিটি করপোরেশন এলাকার ১১টি কেন্দ্রে মডার্না ও চট্টগ্রাম জেলার ১৪টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সিনোফার্মের টিকা দেওয়া হচ্ছে।

সিভিল সার্জন জানান, শুধু যারা সুরক্ষা অ্যাপে রেজিস্ট্রেশন করেছেন এবং এসএমএস পেয়েছেন তারা টিকা গ্রহণ করতে পারছেন। রেজিস্ট্রেশন ছাড়া কেউ টিকা পাবেন না। এখন ৩৫ বছর বয়সের ঊর্ধ্বে সবাই টিকার জন্য রেজিস্ট্রেশন করার সুযোগ পাচ্ছেন।

এর আগে গত ১১ জুলাই চীন ও যুক্তরাষ্ট্রের তৈরি সিনোফার্ম এবং মডার্নার ১ লাখ ৮৪ হাজার ডোজ টিকা চট্টগ্রামে এসে পৌঁছায়।

সূত্র : বাংলাদেশ জার্নাল
এন এইচ, ১৩ জুলাই

Back to top button