এশিয়া

চীনে হোটেল ধসে নিহত ৮, বহু নিখোঁজ

বেইজিং, ১৩ জুলাই – চীনের পূর্ব শহর সুঝাউতে একটি হোটেল ধসে পড়েছে। এই ঘটনায় অন্তত আটজন মারা গেছেন। নিখোঁজ রয়েছেন আরো অনেকে। সোমবার (১২ জুলাই) স্থানীয় সময় বিকেলে সিজি কাইউয়ান নামে হোটেলটি ধসে পড়ে। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

প্রতিবেদনে বলা হয়, প্রাথমিকভাবে কর্তৃপক্ষ একজনের মৃত্যুর খবর জানিয়েছিল। তবে মঙ্গলবার রাষ্ট্রপরিচালিত পিপলস ডেইলি পত্রিকা জানিয়েছে, এ ঘটনায় অন্তত ৮ জনের মৃত্যু হয়েছে। উদ্ধারকর্মীরা নিখোঁজদের সন্ধানে চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

স্থানীয় একজন বাসিন্দা জানিয়েছেন, ৩০ বছরের পুরোনো ভবনটির একাধিক মালিক। ধসের আগেও সেখানে মেরামতের কাজ চলছিলো।

জানা যায়, ঘটনার পর উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে গিয়ে ধ্বংসস্তূপ থেকে ৭ জনকে জীবিত উদ্ধার করতে সক্ষম হয়। উদ্ধারের জন্য সেখানে ৬০০ কর্মীকে পাঠানো হয়েছে।

ধারণা করা হচ্ছে, ধ্বংসস্তূপের নিচে এখনো ২৪ জন চাপা পড়ে রয়েছেন। হোটেলটি কেন ভেঙে পড়লো সে সম্পর্কে কিছু জানায়নি কর্তৃপক্ষ। শুধু বলা হয়েছে, তদন্ত চলছে।

চীনে ভবন ধসের ঘটনা নতুন নয়। গত মার্চে দক্ষিণ চীনে হোটেল ভেঙে ২৯ জন মারা গেছিলেন। সেই হোটেলের তিনটি তলা বেআইনিভাবে যোগ করা হয়েছিলো।

সূত্র: পূর্বপশ্চিমবিডি
এম ইউ/১৩ জুলাই ২০২১

Back to top button