তৃতীয় স্রোতের আশঙ্কার মাঝেই কোভিড ভ্যারিয়েন্টে নজর রাখতে বললেন মোদীর
নয়াদিল্লী, ১৩ জুলাই- করোনার তৃতীয় স্রোতে বাড়বাড়ন্তের মাঝেই বারবার ডেল্টা ও ল্যাাম্বডার মতো করোনা ভাইরাসের প্রভাব নিয়ে রীতিমতো উদ্বেগ প্রকাশ পাচ্ছে। এদিকে, উত্তরপূর্বের রাজ্যগুলিতে কার্যত লকডাউন বিধি শিথিল হতেই পর্যটকদের ভিড় দেখা যাচ্ছে। এতে উত্তরপূর্বের বিভিন্ন রাজ্যে বাড়তে শুরু করেছে করোনার দাপট। এমন পরিস্থিতিতে নরেন্দ্র মোদী এদিন অমিত শাহকে সঙ্গে নিয়ে উত্তর পূর্বের মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠকে বসেন। দিলেন বড় বার্তা।
কোভিড ভ্যারিয়েন্টের ওপর নজর
এদিন উত্তরপূর্বের মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠকে মোদী সাফ জানান যে, যদি আমরা নিজেরা করোনার তৃতীয় স্রোতকে আহ্বান না করি তাহলে করোনার তৃতীয় স্রোত কিছুতেই সতে পারবে না। তবে এক্ষেত্রে স্থানীয় স্তরে বেশ কিছু সতর্কতার বার্তা দিয়েছেন মোদী।
কড়া বন্দোবস্ত
করোনা বিধি নিয়ে মোদী এদিন সাফ জানান যে, কড়া বন্দোবস্তকে হাতিয়ার করেই করোনা পরিস্থিতির মোকাবিলা করা যাবে। এক্ষেত্রে সচেতনতরা বার্তায় যত সম্ভব মানুষকে সঙ্গে নিয়ে পথ চলতে হবে। একই সঙ্গে তিনি জানান যে, প্রয়োজন হলে সেলিব্রিটিদের সঙ্গে নিয়ে এই সচেতনতার বার্তা ছড়িয়ে দিতে হবে।
মোদীর বড় বার্তা
নরেন্দ্র মোদী এদিন সাফ জানান যে মানুষকে কোভিড বিধি মেনে চলতে উৎাসহিত করার বার্তা দেন মোদী। তিনি স্পষ্টই জানিয়ে দেন যে উত্তরপূর্বের রাজ্যে করোনার বাড়বাড়ন্ত নিয়ে উদ্বিগ্ন দিল্লি। প্রধানমন্ত্রী বলেন যে কোভিড ঠেকাতে যা যা প্রয়োজন তার সর্বোত সাহায্য কেন্দ্রের তরফে আসবে।
কোন বিষয় নিয়ে উদ্বিগ্ন মোদী?
এদিন নয়া স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মান্ডয়া ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে নিয়ে বৈঠকে বসেন নরেন্দ্র মোদী। আর বৈঠকে ছিলেন উত্তর পূর্বের রাজ্যের একাধিক মুখ্যমন্ত্রী। সেখানেই মোদী সাফ জানান পার্বত্য অঞ্চলগুলিতে পর্যটকদের ভিড় ও করোনা বিধি শিকেয়ে তুলে জমায়েত উদ্বেগের বিষয়।
সূত্রঃ One India Bengali
আর আই