অপরাধ

বহুল আলোচিত মানিলন্ডারিং ও প্রতারক চক্রের অন্যতম হোতা ছানোয়ার গ্রেফতার

ঢাকা, ২১ অক্টোবর- মানিলন্ডারিং ও প্রতারণায় জড়িত অভিযোগে মোহাম্মদ ছানোয়ার হোসেন নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার সকাল সাড়ে ৬টায় জাতীয় নিরাপত্তা সংস্থা (এনএসআই) ও র‌্যাব-৩ যৌথ অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করে।

এনএসআই ও র‌্যাবের এক যৌথ সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

আরও পড়ুন: কথিত ইমাম মাহাদীর সহযোগী সিরাজুল ইসলাম গ্রেফতার

এতে বলা হয়েছে, গ্রেপ্তার ছানোয়ার মানিলন্ডারিং ও প্রতারক চক্রের অন্যতম হোতা। এই চক্রের সঙ্গে একজন বিদেশি নাগরিক (আফ্রিকান) জড়িত আছে। সে নিজেকে রিচার্ড নামে পরিচয় দেয়।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, প্রাথমিকভাবে এই চক্রের অন্যতম হোতা মোহাম্মদ ছানোয়ার হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে। তার দেওয়া তথ্য অনুযায়ী বিদেশি নাগরিক রিচার্ডকে গ্রেপ্তার করার চেষ্টা করা হচ্ছে।

সূত্র : সমকাল
এন এইচ, ২১ অক্টোবর


Back to top button
🌐 Read in Your Language