রংপুর

জেলা প্রশাসনের উদ্যোগে রংপুরে শ্রমিকদের মাঝে ত্রাণ বিতরণ

রংপুর, ১৩ জুলাই- লকডাউনে রংপুরে জেলা প্রশাসনের উদ্যোগে ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয় থেকে বরাদ্দকৃত প্রধানমন্ত্রীর উপহার হিসেবে ত্রাণ রংপুরের নর-সুন্দর শ্রমিকদের মাঝে বিতরণ করা হয়।

সোমবার (১২ জুলাই) সকালে রংপুর জিলা স্কুল মাঠে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে ত্রাণ (নগদ ১ হাজার টাকা) প্রায় ১৬০ জন শ্রমিকদের মাঝে বিতরণ করেন রংপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) গোলাম রব্বানী।

এ সময় উপস্থিত ছিলেন রংপুর জেলা প্রশাসন কার্যালয়ের ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা এটিএম আখতারুজ্জামান, রংপুর মহানগর নর-সুন্দর শ্রমিক ইউনিয়নের সভাপতি চাঁন মিয়া, সাধারণ সম্পাদক ময়েন উদ্দিন, সহ সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক সমসে আলম, মহানগর নর-সুন্দর শ্রমিকলীগের সভাপতি জগদীশ চন্দ্র শর্মা, সাধারণ সম্পাদক হরিপদ শীল, কোষাধ্যক্ষ লিটন চন্দ্র শীল, সাংগঠনিক সম্পাদক ইসান্ত সর্মা অগ্নি, প্রচার সম্পাদক অনন্ত চন্দ্র শীলসহ অন্যান্য নেতৃবৃন্দ।

সূত্রঃ ইত্তেফাক

আর আই

Back to top button