বান্দরবানে ফুটবল খেলতে গিয়ে বজ্রপাতে আহত ৬
বান্দরবান, ১৩ জুলাই- বান্দরবানের সদরের ৮নং ওয়ার্ডের হাফেজঘোনা এলাকায় বৃষ্টির মধ্যে মাঠে ফুটবল খেলতে গিয়ে বজ্রপাতে আহত হয়েছেন ছয়জন। সোমবার (১২ জুলাই) বিকেলে বান্দরবান পৌরসভার ৮নং ওয়ার্ডের চরপাড়া মাঠে বৃষ্টির মধ্যে ফুটবল খেলতে যায় কয়েকজন কিশোর ও যুবক।
বজ্রপাতে আহতরা হলেন হাফেজঘোনা এলাকার বাসিন্দা মো: ওসমান গণি (২৮), হাসান উদ্দিন (২১), মো: বেলাল হোসেন (২৫), আজগর আলী (২৪) মো: শামীম আহমেদ (২৪), শাকিল ইসলাম (১৭)।
এদিকে খেলা চলাকালীন হঠাৎ প্রচণ্ড ঝড় বাতাসের পাশাপাশি বজ্রপাত শুরু হয়। এ সময় বজ্রপাতে খেলার মাঠের ছয়জন খেলোয়াড় গুরুতর আহত হয়ে অজ্ঞান হয়ে পড়েন। পরে স্থানীয়রা আহতদের উদ্বার করে বান্দরবান সদর হাসপাতালে ভর্তি করে।
বান্দরবান সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা: মো: শওকত ইমরান জানান, বজ্রপাতে আহত ছয়জন রোগীকে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে, তাদের চিকিৎসা চলছে। ডা: মো: শওকত ইমরান আরো জানান, সবার অবস্থা আশঙ্কামুক্ত।
সূত্রঃ আরটিভি
আর আই