নারায়নগঞ্জ

নারায়ণগঞ্জে জঙ্গি আস্তানা ও বোমা উদ্ধারের ঘটনায় মামলা

নারায়ণগঞ্জ, ১৩ জুলাই – নারায়ণগঞ্জের আড়াইহাজার ও বন্দরে পৃথক জঙ্গিবিরোধী অভিযানের ঘটনায় পৃথক ২টি মামলা দায়ের করেছে বোম্ব ডিসপোজাল ইউনিট।

আড়াইহাজার থানায় ওই ইউনিটের উপ পুলিশ পরিদর্শক গোলাম মোর্তজা বাদী হয়ে বিস্ফোরক আইনে একটি মামলা দায়ের করেছেন বলে নিশ্চিত করেছেন আড়াইহাজার থানার ওসি আনিচুর রহমান মোল্লা।

মামলায় গ্রেপ্তারকৃত জঙ্গি আব্দুল্লাহ আল মামুন, আয়াতুল্লাহ মেহেতুদ ও আফনান নামে ৩ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত ব্যক্তিদের আসামি করা হয়েছে।

অপরদিকে বন্দর থানার ওসি দীপক চন্দ্র সাহা জানিয়েছেন, উপ পুলিশ পরিদর্শক গোলাম মোর্তজা বাদী হয়ে সন্ত্রাস বিরোধী আইনে গ্রেপ্তারকৃত জঙ্গি নাইম ওরফে মেজর ওসামাকে আসামি করে তার থানায় একটি মামলা দায়ের করেছেন।

উল্লেখ্য, রোববার রাত ৮টা থেকে সোমবার ভোর রাত পর্যন্ত আড়াইহাজার ও বন্দরে অভিযান চালায় কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট (সিটিটিসি)।

কাউন্টার টেররিজমের প্রধান আসাদুজ্জামান গণমাধ্যমকে জানান, এটি নব্য জেএমবির আস্তানা ছিল। এখানে তারা শক্তিশালী বোমা তৈরি করছিল বলে তাদের কাছে তথ্য ছিল। এ সময় সাইনবোর্ডে বোমা বহনের কাজে ব্যবহৃত মোটরসাইকেলটিসহ বোমা তৈরির বেশ কিছু সরঞ্জাম উদ্ধার করা হয় সেখান থেকে।

অপরদিকে আড়াইহাজারের অভিযান শেষেই কাউন্টার টেররিজমের সদস্যরা রওনা হন বন্দর উপজেলার ধামগড় ইউনিয়নের কাজীপাড়া এলাকায়।

জানা গেছে, আড়াইহাজারের জঙ্গি মামুনের দেয়া তথ্যে গ্রেপ্তার করা হয় নাইম ওরফে মেজর ওসামা নামের নব্য জেএমবির এক বোমা প্রশিক্ষককে। সোমবার রাত সোয়া ২টায় শুরু হয় অভিযান। কিন্তু বোমা পাওয়া না গেলেও উদ্ধার করা হয় বিপুল জিহাদী বই, শক্তিশালী আইইডি (ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস) বোমা তৈরির সামগ্রী, রিমোট কন্ট্রোল।

সূত্র : প্রতিদিনের সংবাদ
এম এউ, ১৩ জুলাই

Back to top button