ব্রাহ্মণবাড়িয়া

দুর্গাপূজা উপলক্ষে অস্বচ্ছলদের মাঝে বস্ত্র বিতরণ

ব্রাহ্মণবাড়িয়া, ২১ অক্টোবর– শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সনাতন কমিউনিটি ব্রাহ্মণবাড়িয়ার উদ্যোগে প্রতিবন্ধী ও অস্বচ্ছলদের মাঝে পূজার খুশি হিসেবে বস্ত্র উপহার দেয়া হয়েছে।

বুধবার দুপুরে স্থানীয় শ্রী শ্রী আনন্দময়ী কালিবাড়ি প্রাঙ্গণে প্রধান অতিথি থেকে এই বস্ত্র বিতরণ করেন সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা পঙ্কজ বড়ুয়া।

এতে জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সুমেশ রঞ্জন রায়ের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন সাংবাদিক দীপক চৌধুরী বাপ্পি, উজ্জল চক্রবর্তী, কালভৈরব মন্দিরের ট্রাস্ট কমিটির সদস্য পলাশ ভট্টাচার্য, বিশিষ্ট ব্যবসায়ী আশীষ পাল প্রমূখ। পরে অতিথিবৃন্দ ২’শ প্রতিবন্ধী ও অস্বচ্ছলদের মাঝে উপহার হিসেবে বিভিন্ন ধরণের বস্ত্র পৌছে দেন।

আরও পড়ুন: সাবেক যুব মহিলা লীগ নেত্রী গ্রেপ্তার

এসময় সনাতন কমিউনিটি ব্রাহ্মণবাড়িয়ার প্রধান সমন্বয়ক অভিজিৎ সূত্রধর ও হৃদয় পালসহ সংগঠনের কর্মীরা উপস্থিত ছিলেন।

সূত্র : একুশে টিভি
এম এন / ২১ অক্টোবর

Back to top button