বিষাক্ত সিসা ব্যবহার করে ব্যাটারি উৎপাদন করায় তিন কারখানাকে সাত লাখ টাকা জরিমানা
নারায়ণগঞ্জ, ১২ জুলাই,- নারায়ণগঞ্জে পৃথক অভিযানে বিষাক্ত সিসা ব্যবহার করে ব্যাটারি উৎপাদন করায় তিন কারখানাকে সাত লাখ টাকা জরিমানা করেছে র্যাব-১১ এর ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (১২ জুলাই) সন্ধ্যা ৭টায় র্যাব-১১ এর বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এর আগে রোববার (১১ জুলাই) দিবাগত রাতে রূপগঞ্জের বরপা ও মাশাবো এলাকার তিনটি প্রতিষ্ঠানে এ অভিযান চালানো হয়।
বিজ্ঞপ্তিতে র্যাব-১১ এর মিডিয়া অফিসার লে. কমান্ডার মাহমুদুল হাসান জানান, বিষাক্ত সিসা ব্যবহার করে ব্যাটারি উৎপাদন এবং সঠিক বায়ু ও বর্জ্য ব্যবস্থাপনা না থাকায় জিইউজো ইন্ডাস্ট্রিজ লিমিটেড নামের প্রতিষ্ঠানের ম্যানেজার মো. এনামুল কবিরকে (৩২) দুই লাখ টাকা, লিমিনা গ্রুপের ম্যানেজার মো. আরিফকে (২৮) দুই লাখ টাকা এবং রিমসো ব্যাটারি অ্যান্ড কোম্পানি প্রাইভেট লিমিটেডের মো. মোস্তাফিজুর রহমান (৪৫), মো. জালাল উদ্দীন (৫২) ও মো. আবু বকর সিদ্দিককে (৩৫) এক লাখ টাকা করে জরিমানা করা হয়।
পরিবেশ সংরক্ষণ আইন অমান্য করে নিয়মবহির্ভূতভাবে পরিচালিত ব্যাটারি কারখানার বিরুদ্ধে র্যাবের এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।
তথ্যসূত্র: জাগো নিউজ
এস সি/১২ জুলাই