ক্রিকেট

দুর্দান্ত অভিষেকের পর মাস সেরা খেলোয়াড় হলেন কনওয়ে

দুবাই, ১২ জুলাই – পুরুষ ক্রিকেট নিউ জিল্যান্ডের ওপেনার ডেভন কনওয়ে এবং নারী ক্রিকেটে ইংলিশ স্পিনার সফি এক্লেস্টোন আইসিসির জুন মাসের সেরা ক্রিকেটার হিসেবে নির্বাচিত হয়েছেন।

সোমবার এক বিবৃতি দিয়ে বিষয়টি নিশ্চিত করেছে আইসিসি।

নিজের অভিষেক মাসেই সতীর্থ কাইল জেমিসন ও দক্ষিণ আফ্রিকার উইকেটরক্ষক ব্যাটসম্যান কুইন্টন ডি কককে টপকে আইসিসির মাস সেরা ক্রিকেটার নির্বাচিত হয়েছেন কনওয়ে। তিনি নিউ জিল্যান্ডের প্রথম ক্রিকেটার হিসেবে মাসসেরা পুরস্কারে ভূষিত হন।

ইংল্যান্ডের বিপক্ষে অভিষেক টেস্টে ডাবল সেঞ্চুরি হাঁকিয়েছিলেন কনওয়ে। পরের দুটি ম্যাচে দুটি হাফসেঞ্চুরি। সবকিছু মিলিয়ে ডি কক-জেমিসন থেকে গিয়ে ছিলেন কনওয়ে।

পুরষ্কার পেয়ে কনওয়ে বলেন, ‘আমি আসলে সম্মানিত এই পুরষ্কার জিততে পেরে। আমি এটা পেয়েছি টেস্ট ক্রিকেটে আমার পারফরম্যান্সের জন্য। এটা আমার জন্য বিশেষ কিছু।’

নারী ক্রিকেটে ভারতের শেফালি ভার্মা ও অলরাউন্ডার স্নেহ রানাকে টপকে মেয়ে ক্রিকেটে মাসসেরা হন এক্লেস্টোন । তিনি দ্বিতীয় ইংলিশ নারী যিনি এই পুরস্কার পান। ব্রিস্টলে ভারতের বিপক্ষে একমাত্র টেস্টে ৮ উইকেট শিকার করেন। এর আগে দুই ওয়ানডেতে নিয়েছিলেন ৩টি করে উইকেট।

সূত্র : রাইজিংবিডি
এম এউ, ১২ জুলাই

Back to top button