ব্যবসা

ডিএসইতে সূচকের পতন হলেও সিএসইতে মূল্যসূচকের উত্থান দেখা গেছে

ঢাকা, ১২ জুলাই – সোমবার দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের পতনে শেষ হয়েছে দিনের লেনদেন। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) মূল্যসূচকের উত্থান দেখা গেছে।

ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

এদিনে লেনদেন শেষে ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স ৪ পয়েন্ট কমে অবস্থান করছে ৬ হাজার ২০৮ পয়েন্টে। অপর দুই সূচকের মধ্যে ডিএস৩০ সূচক ১০ পয়েন্ট এবং ডিএসইএস বা শরিয়াহ সূচক ৫ পয়েন্ট বেড়ে যথাক্রমে অবস্থান করছে ২২৫৯ ও ১৩৪৬ পয়েন্টে।

দিনের লেনদেন কার্যক্রম শেষে ডিএসইতে কোম্পানির শেয়ার লেনদেনে দরবৃদ্ধি পেয়েছে ১৫৯টি কোম্পানির এবং দর কমেছে ১৮৬টি কোম্পানির। এ ছাড়া দর অপরিবর্তিত রয়েছে ২৭টি কোম্পানির।

অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই বেড়েছে ৪৪ পয়েন্ট। দিনের শেষে সূচকটি ১৮ হাজার ৪৫ পয়েন্টে অবস্থান করে।

তথ্যসূত্র: নতুন সময়
এস সি/ ১২ জুলাই

Back to top button