পর্যটন

ভ্রমণপিপাসুদের জন্য খুললো সিকিমের দরজা

ঘুরতে যাওয়ার জন্য সবার পছন্দের জায়গার তালিকায় সিকিম অন্যতম। বিশ্ব মহামারীর কারণে গত মার্চ মাস থেকে সিকিম পর্যটকদের জন্য প্রবেশ বন্ধ ছিলো। তবে সিকিম আবারও পর্যটকদের জন্য দরজা খুলে দিলো, ভ্রমণপিপাসুদের জন্য নিঃসন্দেহে এটি খুশির খবর। তবে যাদের করোনা টিকা দুই ডোজ নেওয়া আছে শুধু তারাই এই প্রাকৃতিক মনোরম সৌন্দর্যে ঘেরা সিকিম যাওয়ার অনুমতি পাবেন। ৫ জুলাই থেকে ভারতের সিকিম খুলে দেওয়া হয়েছে পর্যটকদের জন্য।

এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে ‘সিকিম হো়টেল অ্যান্ড রেস্তোরাঁ অ্যাসোসিয়েশন’। সেই সাথে সব নিয়ম মেনে চলারও আশ্বাস দেওয়া হয়েছে তাদের তরফ থেকে। এছাড়া পর্যটকদের স্বাস্থ্য সুরক্ষা তাদের কাছে অনেক গুরুত্বপূর্ণ বলেও জানিয়েছে।

এক বিবৃতিতে বলা হয়েছে, সিকিম যেতে হলে আরটি-পিসিআর রিপোর্ট বাধ্যতামূলক। কেবলমাত্র প্রবেশের অনুমতি মিলবে করোনা নেগেটিভ সার্টিফিকেট থাকলেই। রংপো এবং মেল্লি দিয়ে পর্যটকরা প্রবেশ করতে পারবেন। তাছাড়া ৫০ শতাংশ ভর্তির অনুমতি দিয়ে চালু করা হচ্ছে হোটেল, রেস্তরাঁ এবং অবশ্যই সবক্ষেত্রে সবাইকে কঠোর স্বাস্থ্যবিধি মানার জন্য নির্দেশ রয়েছে।

সূত্র : বাংলাদেশ জার্নাল
এন এইচ, ১২ জুলাই

Back to top button