বাদল অধিবেশনের সময়সূচি ঘোষণা করলেন লোকসভার স্পিকার
নয়াদিল্লী, ১২ জুলাই – জল্পনা মতোই ১৯ জুলাই থেকে শুরু হচ্ছে সংসদের বাদল অধিবেশন। চলবে ১৩ আগস্ট পর্যন্ত। ছুটি বাদ দিয়ে ১৯ দিন চলবে অধিবেশন। সোমবার ঘোষণা করলেন লোকসভার স্পিকার ওম বিড়লা। একইসঙ্গে অধিবেশনে কী কী কোভিড নিয়ম মানতে হবে তাও স্পষ্ট করে দিয়েছেন তিনি।
সংবাদ সংস্থাকে ওম বিড়লা জানিয়েছেন, অধিবেশনে সাংসদ, সংসদের কর্মী এবং সংবাদমাধ্যমের কর্মীদের কোভিড নিয়ম মানতে হবে। তবে এবার আর আরটিপিসিআর পরীক্ষা করা হবে না। তবে যাঁরা টিকা নেননি তাঁদের পরীক্ষা আবিশ্যিক। সকাল ১১টা থেকে ৬টা পর্যন্ত চলবে অধিবেশন।
The Monsoon Session of Parliament will take place from July 19 to August 13. Will have 19 business days: Lok Sabha Speaker Om Birla pic.twitter.com/fA5fCvSrEe
— ANI (@ANI) July 12, 2021
এ বছরের শুরু থেকেই দেশজুড়ে শুরু হয়েছে গণটিকাকরণ (Corona vaccination)। করোনা রুখতে প্রত্যেককে বিনামূল্যে ভ্যাকসিন দিতে প্রতিশ্রুতিবদ্ধ সরকার। এর আগে সংসদের অধিবেশনে টিকাগ্রহণ বাধ্যতামূলক ছিল না। কোভিড আবহে নামমাত্রই চলেছিল বাজেট এবং শীতকালীন অধিবেশন। নির্দিষ্ট সময় ঠিক করে কাজকর্ম চলে। বন্ধ ছিল বিতর্ক, জিরো আওয়ারের (Zero hour) কাজ। অনেক সাংসদ ভারচুয়ালিও অংশ নিয়েছিলেন অধিবেশনে।
তবে বাদল অধিবেশন হচ্ছে বছরের একেবারে মাঝামাঝি সময়। এর মধ্যে টিকাকরণের গতিও এগিয়েছে অনেকটা। ফলে বাদল অধিবেশনে যোগদানের সময় প্রত্যেক সাংসদ যাতে অন্তত একটি করে ডোজ নিয়ে নেন, তার জন্য আবেদন জানানো হয়েছে। অন্যদিকে, কোভিড বিধি জারি থাকায় সংসদ ভবনে সাংবাদিকদের প্রবেশও নিয়ন্ত্রিত। কিন্তু জিরো আওয়ার কিংবা বিতর্ক এবার হবে কিনা তা এখনও স্পষ্ট হয়নি।
সূত্র : সংবাদ প্রতিদিন
এন এইচ, ১২ জুলাই