বগুড়া

বগুড়ায় ৩ হাসপাতালের করোনা ও উপসর্গ নিয়ে ১৪ জনের মৃত্যু

বগুড়া, ১২ জুলাই- বগুড়ায় সরকারি-বেসরকারি তিনটি হাসপাতালের করোনা ইউনিটে আরও ১৪ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ৮ জন করোনা পজিটিভ ছিলেন। বাকি ৬ জন উপসর্গ নিয়ে চিকিৎসাধীন ছিলেন।

বগুড়ার ডেপুটি সিভিল সার্জন ডা. মোস্তাফিজুর রহমান তুহিন সোমবার বেলা সাড়ে ১১টায় জেলার করোনা পরিস্থিতি সম্পর্কে অনলাইন ব্রিফিংয়ে এ তথ্য জানান।

ডা. তুহিন জানান, রোববার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় বগুড়ায় করোনায় আক্রান্ত হয়ে ৮ জনের মৃত্যু হয়েছে। আর বগুড়া মোহাম্মদ আলী হাসপাতাল ও শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছেন, করোনা উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় ৬ জনের মৃত্যু হয়েছে।

বগুড়া জেলা স্বাস্থ্য দপ্তরের এই মুখপাত্র বলেন, সর্বশেষ ২৪ ঘণ্টায় বগুড়ায় নতুন করে ৩২৭ জন করোনা আক্রান্ত শনাক্ত হয়েছেন। মোট ১ হাজার ১৮টি নমুনা পরীক্ষায় ওই বিপুল সংখ্যক ব্যক্তির শরীরে করোনাভাইরাসের সংক্রমণ মিলেছে। আক্রান্তের হার ৩২ দশমিক ১২ শতাংশ।

তিনি জানান, জেলায় সংগ্রহ করা ১ হাজার ১৮টি নমুনার মধ্যে ৫৪৪টি ঢাকায় পাঠানো হয়েছিল। সেখানে করোনা পজিটিভ শনাক্ত হয়েছেন ১৫০ জন। অন্যদিকে বগুড়া শজিমেকের পিসিআর ল্যাবে ২৮২টি নমুনার মধ্যে ৯৪ জনকে পজিটিভ পাওয়া গেছে। একই কলেজের জিন এক্সপার্ট মেশিনে ২১টি নমুনায় ১৫ জন এবং অ্যান্টিজেন পরীক্ষায় ১৪২ জনের মধ্যে আরও ৫০ জন করোনা পজিটিভ শনাক্ত হন। এ ছাড়া বেসরকারি টিএমএসএস মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে ২৯ নমুনা পরীক্ষায় ১৮ জনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ মিলেছে।

বগুড়ার ডেপুটি সিভিল সার্জন ডা. তুহিন জানান, জেলায় এ পর্যন্ত ১৬ হাজার ৩৪ জন করোনায় আক্রান্ত হয়েছেন। তাদের মধ্যে ৪৭৫ জনের মৃত্যু হয়েছে। আর ১ হাজার ৯২৫ জন চিকিৎসাধীন।\

সূত্রঃ সমকাল

আর আই

Back to top button