ঢাকা

রাজধানীর মিরপুরে শিশু হাসপাতালে আগুন

ঢাকা, ২১ অক্টোবর- ঢাকার মিরপুরে ডা. এম আর খান শিশু হাসপাতালে আগুন লেগেছে। এতে কেউ দগ্ধ হওয়ার খবর পাওয়া যায়নি, তবে হুড়োহুড়ি করে নামতে গিয়ে কয়েকজন আহত হয়েছেন।

বুধবার বিকাল সাড়ে ৪টার দিকে সেখানে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে যায় বলে বাহিনীর নিয়ন্ত্রণকক্ষে দায়িত্বরত কর্মকর্তা রোজিনা আক্তার জানিয়েছেন।

ঘটনার প্রত্যক্ষদর্শী গাজী মাজহারুল পারভেজ বলেন, এই হাসপাতালে পাশাপাশি দুটি বহুতল ভবনের মাঝের জায়গায় দোতলা পর্যন্ত উঠিয়ে উপরে টিনশেড দেওয়া হয়েছে। সেখানে শিশুদের বিভিন্ন খেলনা রেখে ‘প্লে গ্রাউন্ড’ করা হয়েছে। ওই জায়গায় আগুন লেগেছে।

আরও পড়ুন: রাজধানীর চাঁদনী চকের বলাকা ভবনে আগুন

“হাসপাতালের লোকজন বলছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে খেলনায় আগুন লেগে তা ছড়িয়েছে।”

এদিকে আগুন লাগার পর দুটি হাসপাতাল ভবন থেকেই রোগীদের নিয়ে নিচে নেমে আসেন আতঙ্কিত স্বজনরা।

এ সময় হুড়োহুড়িতে বেশ কয়েকজন আহত হয়েছেন জানিয়ে পারভেজ বলেন, একজনের মাথা দিয়ে রক্ত ঝরতে দেখেছেন তিনি। তাকে অন্য একটি হাসপাতালে নেওয়া হয়েছে।

আগুন লাগার কিছুক্ষণ পর ফায়ার সার্ভিস কর্মীরা এসে কাজ শুরু করায় আধা ঘণ্টাখানেকের মধ্যে আগুনের তীব্রতা কমে এসেছে বলে জানান তিনি।

সূত্র : বিডিনিউজ
এন এইচ, ২১ অক্টোবর

Back to top button