নোয়াখালী

নোয়াখালীতে একদিনে রের্কড ২৩৬ জনের করোনা শনাক্ত

নোয়াখালী, ১২ জুলাই- নোয়াখালীতে করোনাভাইরাস সংক্রমণে আবারও সর্বোচ্চ সংখ্যক রোগী শনাক্তের রেকর্ড হয়েছে। এটি চলতি বছরের কয়েক মাসের মধ্যে একদিনে সর্বোচ্চ শনাক্ত। গত ২৪ ঘণ্টায় জেলায় নতুন করে আরও ২৩৬ জনের করোনা শনাক্ত হয়েছে। ৬৯৫ জনের নমুনা পরীক্ষায় এ ফল পাওয়া যায়। এতে ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৩৩ দশমিক ৯৫ শতাংশ।

জেলায় মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১২ হাজার ৭২২ জন। মোট আক্রান্তের হার ১২ দশমিক ৩২ শতাংশ। গত ২৪ ঘণ্টায় জেলায় করোনায় ১ জনের মৃত্যু হয়েছে। জেলায় এই নিয়ে করোনায় আক্রান্ত হয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১৫৮ জনে। এর মধ্যে সদর উপজেলায় মারা যায় ২৯ জন, সুবর্ণচরে ৪ জন, বেগমগঞ্জ ৫৬ জন, সোনাইমুড়ীতে ৮ জন, চাটখিলে ১৬ জন, সেনবাগে ২০ জন, কোম্পানীগঞ্জে ৪ জন ও কবিরহাটে ২১ জন। মৃত্যুর হার ১ দশমিক ২৪ শতাংশ।

সোমবার সকালে নোয়াখালী সিভিল সার্জন মাসুম ইফতেখার জানান, শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৬২ দশমিক ৬৫ শতাংশ।

এদিকে আইসোলেশনে চিকিৎসাধীন রোগীর সংখ্যা চার হাজার ৫৯৫ জন। কোভিড ডেডিকেটেড হাসপাতালে (শহীদ ভুলু স্টেডিয়াম) ভর্তি রয়েছেন ৬৪ জন ও আইসোলেশনে রয়েছেন ৮ জন।

সূত্রঃ সমকাল
আর আই

Back to top button