চট্টগ্রাম

চট্টগ্রামে মসজিদের মাইকে ঘোষণা দিয়ে র‍্যাবের ওপর হামলা

চট্টগ্রাম, ১২ জুলাই- চট্টগ্রামে  মসজিদের মাইকে ঘোষণা দিয়ে র‌্যাব সদস্যদের ওপর হামলার ঘটনা ঘটেছে। রোববার বিকেলে নগরের বাকলিয়া বলিরহাট এলাকায় এই ঘটনা ঘটে। হামলায় র‌্যাবের চার সদস্য আহত হন।

প্রত্যক্ষদর্শীরা জানায়, বলিরহাট এলাকায় অবৈধ কাঠের খবর পেয়ে বন বিভাগকে সঙ্গে নিয়ে র‌্যাব অভিযান শুরু করে। এ সময় স্থানীয় মসজিদের মাইকে ডাকাত এসেছে বলে প্রচার করা হয়। ডাকাত আসার খবর শুনে ৬০ থেকে ৭০ জন লোক জড়ো হয়ে অভিযানে অংশ নেওয়া র‌্যাবের একটি মাইক্রোবাসে ভাঙচুর চালান।

এ বিষয়ে র‌্যাব-৭ চট্টগ্রামের অধিনায়ক লে. কর্নেল মশিউর রহমান বলেন, বলিরহাট এলাকায় অবৈধ কাঠ আছে, এ খবর পেয়ে বন বিভাগসহ র‌্যাব অভিযানে যায়। তখন স্থানীয় দুই ব্যক্তি ডাকাত এসেছে বলে মসজিদের মাইকে ঘোষণা দিলে স্থানীয় লোকজন জড়ো হয়ে হামলা করেন।

হামলা তাদের চার সদস্য আহত হয়েছে জানিয়ে তিনি বলেন, এর মধ্যে একজনের মাথা ফেটে গেছে। পরে র‌্যাবের অতিরিক্ত ফোর্স গিয়ে অভিযান চালিয়ে অবৈধ কাঠ উদ্ধার করে। র‌্যাব সদস্যদের ওপর হামলাকারীদের গ্রেপ্তারে অভিযান চলছে।

সূত্রঃ যুগান্তর

আর আই

Back to top button