জানা-অজানা

মহাকাশভ্রমণে একটি টিকিটের দাম আড়াই লাখ ডলার, সঙ্গে যা যা থাকে

আজ রোববার সন্ধ্যায় ক্ষণিকের জন্য মহাকাশের সীমা থেকে ঘুরে আসার কথা রয়েছে রিচার্ড ব্র্যানসনের। তাঁর মহাকাশভ্রমণ প্রতিষ্ঠান ভার্জিন গ্যালাকটিকের ‘ভিএসএস ইউনিটি’ নামের নভোযান প্রথমবারের মতো মানুষ নিয়ে অভিযান পরিচালনা করবে।

ব্র্যানসনের অভিযান সফল হলে তিনি আমাজনের জেফ বেজোসের চেয়ে ৯ দিন এগিয়ে থাকবেন। নিজের রকেট ইঞ্জিন তৈরির প্রতিষ্ঠান ব্লু অরিজিনের ‘নিউ শেপার্ড’ নভোযানে ২০ জুলাই ‘মহাকাশের সীমা’ থেকে ঘুরে আসার কথা রয়েছে বেজোসের। সেটিও মানুষ নিয়ে ব্লু অরিজিনের প্রথম অভিযান।

এদিকে ২০২২ সালের প্রথমার্ধে চার যাত্রী নিয়ে ইলন মাস্কের প্রতিষ্ঠান স্পেসএক্সের নভোযানে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে অভিযান পরিচালনা করবে অ্যাক্সিওম স্পেস।

আরও পড়ুন ::

একের পর এক অভিযানগুলো থেকে বলা যায়, যাত্রী নিয়ে মহাকাশভ্রমণ ক্রমেই মূলধারায় আনার চেষ্টা চলছে। কে জানে একদিন হয়তো ‘অনেক দিন কোথাও থেকে ঘুরে আসা হয় না’ বলে আমরা এই নভোযানগুলোতে মহাকাশ থেকে ঘুরে আসতে পারব।

টিকিটের খরচ কেমন

অভিযানগুলোর টিকিট মোটেই সস্তা নয়। ভার্জিন গ্যালাকটিকের ভিএসএস ইউনিটির অভিযানে একটি আসনের দাম আড়াই লাখ ডলার। ব্লু অরিজিনের নিউ শেপার্ডের একটি আসন নিলামে ২ কোটি ৮০ লাখ ডলারে বিক্রি হয়, সেটা অবশ্য জেফ বেজোস সঙ্গে থাকবেন বলে। আর স্পেসএক্সের মহাকাশযানে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে (আইএসএস) গিয়ে আট দিন থাকতে চাইলে মাথাপিছু গুনতে হবে প্রায় সাড়ে পাঁচ কোটি ডলার।

সংবাদমাধ্যম একটি চমৎকার প্রশ্ন করেছে—এত এত ডলার খরচ করে কী চমক পাবেন মহাকাশ অভিযানের অভিযাত্রীরা? চলুন সে প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করি আমরা।

স্পেসএক্স ও অ্যাক্সিওম

মহাকাশে যাবেন স্পেসএক্সের ক্রু ড্রাগন এনডেভারে চড়ে। নভোচারীরা আইএসএসে থাকবেন আট দিন। খরচ জনপ্রতি সাড়ে পাঁচ কোটি ডলার। টিকিটে যা যা পাবেন—

প্রশিক্ষণ

অভিযান পরিকল্পনা

লাইফ সাপোর্ট

চিকিৎসাসেবা

আইএসএসে আট দিন থাকা

মূল অভিযান

নাসার তথ্য অনুযায়ী, আইএসএসে নভোচারীদের থাকার খরচ দিনে ৬৮ লাখ ডলার। আর ২০২১ সালের মূল্যতালিকা অনুযায়ী, খাদ্য ও পানীয় বাবদ প্রত্যেক নভোচারীর খরচ হবে দিনে দুই হাজার ডলারের মতো। সঙ্গে পোশাক, স্লিপিং ব্যাগ, পরিচ্ছন্নতাসামগ্রী ইত্যাদির পেছনে দিনে দেড় হাজার ডলার খরচ হতে পারে।

ব্লু অরিজিন

ব্লু অরিজিনের নিউ শেপার্ড নভোযানের একটি আসন নিলামে কিনে নেন নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যক্তি। ২ কোটি ৮০ লাখ ডলারের বিনিময়ে তিনি পাবেন—

প্রশিক্ষণ

উড্ডয়নের কাছাকাছি থাকার ব্যবস্থা

অভিযান

জেফ বেজোস ও তাঁর ভাইয়ের সঙ্গে একই নভোযানে ভ্রমণের সুযোগের বিনিময়ে এই পরিমাণ অর্থ খরচ করতে রাজি হয়েছেন ওই অভিযাত্রী। তবে বাণিজ্যিক ভ্রমণে আসনপ্রতি খরচের বিবরণ এখনো প্রকাশ করেনি ব্লু অরিজিন।

অভিযানে অংশ নেওয়ার আগে প্রত্যেক অভিযাত্রী বেশ কয়েক দিনের প্রশিক্ষণে অংশ নেবেন। ক্যাপসুলে প্রবেশ ও বের হওয়া, অভিযানের মহড়া এবং মহাকর্ষহীন পরিবেশে কীভাবে নড়াচড়া করতে হবে, তা শেখানো হবে প্রশিক্ষণে।

ভার্জিন গ্যালাকটিক

আসনপ্রতি আড়াই লাখ ডলার করে ৫৮টি দেশের প্রায় ৬০০ গ্রাহক ভার্জিন গ্যালাকটিকের ইউনিটি নভোযানে মহাকাশভ্রমণের আগ্রহ প্রকাশ করেছেন। এই খরচে থাকবে—

অভিযান

প্রশিক্ষণ

একটি করে স্পেসস্যুট

ব্লু অরিজিনের নিউ শেপার্ড রকেটের মতো ইউনিটি কারমান লাইন (মহাকাশের কাল্পনিক সীমা) অতিক্রম করবে না। বরং কারমান লাইনে পৌঁছালে মিনিট কয়েকের ভরশূন্যতার অভিজ্ঞতা নিতে পারবেন নভোচারীরা।

এই অভিযানে অংশ নেওয়ার জন্য মাসের পর মাস প্রশিক্ষণ নিয়েছেন ৭০ বছর বয়সী রিচার্ড ব্র্যানসন। আর কিছুক্ষণ বাদেই তাঁকে বহনকারী নভোযান উড্ডয়নের কথা রয়েছে।

এম এউ, ১১ জুলাই

Back to top button