টলিউড

চেটেপুটে আম খেয়ে আলোচনায় অভিনেত্রী মিমি

কলকাতা, ১১ জুলাই – পরনে লালপাড়ের শাড়ি, কপালে লাল টিপ। কানে, হাতে, গলায় সোনার গহনা। যেন ষোল আনা বাঙালি বধূ! এমন বেশে আমের রসে মজেছেন টলিউড অভিনেত্রী মিমি চক্রবর্তী।

রোববার (১১ জুলাই) দুপুরের দিকে মিমি তার ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করেন, তাতে চেটেপুটে আম খেতে দেখা যায় এই তৃণমূল সাংসদকে। ভিডিওর শুরুতে তাকে বলতে শোনা যায়—‘এটা আমার আম জিন্দিগি।’ ভিডিওটি ছড়িয়ে পড়ার পর এ নিয়ে চলছে আলোচনা।

কিছুদিন আগেই একটি ফটোশুটের ছবি ইনস্টাগ্রামে পোস্ট করেছিলেন মিমি। বাঙালি বধূর বেশে স্টিল ক্যামেরার সামনে পোজ দিয়েছিলেন তিনি। সেই পোশাকেই নতুন এই ভিডিওটি শুট করা। ভিডিওতে মিমি জানান—‘ফলের রাজা আমই তার সবচেয়ে প্রিয়। তাই শুটিংয়ের অবসরে আমের স্বাদে মজেছিলেন। চেটেপুটে আম খাওয়া উচিত বলেও জানান এই নায়িকা।

কিছুদিন আগে ভূয়া করোনার টিকা নেওয়ার পর অসুস্থ হয়ে পড়েছিলেন মিমি চক্রবর্তী। টিকা নেওয়া, না অন‌্য কারণে অসুস্থ হয়েছিলেন মিমি? অনেকেরই ছিল এই প্রশ্ন। পরে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানান, গল ব্লাডারের সমস্যার কারণে অসুস্থ হয়ে পড়েছিলেন মিমি।

বাসায় থেকেই চিকিৎসা নেন মিমি চক্রবর্তী। সুস্থ হয়ে কাজেও ফিরেছেন। বরাবরের মতো আবারো সরব হয়েছেন সোশ‌্যাল মিডিয়ায়।

এম এউ, ১১ জুলাই

Back to top button