ফুটবল

যেভাবে ডি মারিয়াকে তাঁতিয়ে দিয়েছিলেন মেসি

রেনান লোদির একটি ভুলে সব এলোমেলো। মারাকানায় ব্রাজিলের যে উৎসব চলছিল তা থেমে যায় ওই ভুলে। আর্জেন্টিনার মধ্যমাঠ থেকে বিশাল লম্বা পাস ডি মারিয়ার উদ্দেশ্যে। বল নাগালে ছিল লোদির। কিন্তু পা ছুঁইয়েও ফেরাতে ব্যর্থ। ফাঁকায় বল পেয়ে যান ডি মারিয়া। এরপর পিএসজি সুপারস্টারের ফিনিশিং। এডারসনের মাথার ওপর দিয়ে বল ব্রাজিলের জালে। ওই এক গোলেই কোপা ফাইনালের নিষ্পত্তি।

২৮ বছর পর আর্জেন্টিনার ঘরে শিরোপা। মেসির হাতে প্রথম শিরোপা। এ শিরোপা জয়ের নায়ক গোলদাতা ডি মারিয়া। ম্যাচ শেষে জানালেন, মেসির অনুপ্রেরণা তাকে ফাইনাল জিততে তাঁতিয়ে দিয়েছিলেন। কী বলেছিলেন মেসি? গণমাধ্যমে ডি মারিয়া বলেন,‘মেসি আমাকে বলেছিল, সেই ফাইনাল…২০১৪ ব্রাজিল বিশ্বকাপ তুমি খেলতে পারোনি। এবারের ফাইনালটা তোমার। আমি জানতাম, আজকেই সেই দিন। আমরা অনেকদিন ধরে এই স্বপ্ন দেখছি। এটা অর্জনে অনেক লড়াই করেছি। ম্যাচ শেষে মেসিকে আমি ধন্যবাদ দিয়েছি। মেসিও আমাকে ধন্যবাদ দিয়েছে।’

গোলটি সম্পর্কে ডি মারিয়া বলেন, ‘রদ্রিগো ডি পল আমাকে সঠিক পাস দিয়েছে। আমি এটি অলিম্পিকে নাইজেরিয়ার বিপক্ষে ম্যাচের মতোই জালে জড়িয়েছি।’

কোপার শিরোপা জিতে ডি মারিয়া বিশ্বকাপ জয়ের প্রত্যাশার কথাও জানান,‘আমি বিশ্বাস করি শিগগিরই আমাদের একটি বিশ্বকাপ আসবে। আমরা বিশ্বাস করি আমরা পারবো। সেই দিনটি খুব বেশিদূরে নয়।’

সূত্র : রাইজিংবিডি
এন এইচ, ১১ জুলাই

Back to top button